প্রিয় রুপকথা
...................... ঋষি
==============================================
কিভাবে জানি দেখাগুলো হারিয়ে যায়
শৈশব পেরিয়ে যৌবন ,,তারপর শুকিয়ে যাওয়া স্মৃতি সম্বল।
ঘড়ির কাঁটায় আরো এগোনো জানান দেয়
তোমার গল্প ফুরোলো
আর নটেগাছ মুড়িয়ে যায় ,
অথচ স্মৃতি রূপকথার না ফোরানো পক্ষীরাজ ঘোড়া।
একটা শব্দ আছে বেঁচে থাকার
নিজের ভিতরে ধুকধুক শোনা যায়,,, শুনতে পাই।
কিছু সরলরেখা অনুকরণে
আবৃত হেঁটে চলা ,,হেঁটে যাই।
ফিরে আসা মুহুর্তদের আবর্তন ক্রমাগত সঞ্চয়
বেড়ে চলা ,,বেড়ে যাই।
আর পক্ষীরাজ ,,সে যে হিসেব মানে না
উড়তে থাকা চঞ্চল ,,,উড়ে যাই
সাথে না ফোরানো সম্পর্কের নাম ,,,অনাগত প্রতীক্ষা।
কিভাবে জানি দেখাগুলো হারিয়ে যায়
সমস্ত জীবনের পর্যায় জুড়ে রামধনুর সাতরঙা রং।
বে নি আ স হ ক লা
ভীষণ পরিচিত সব প্রিয় রং চোখের পাতায়।
গল্প ফুরিয়ে যায় ,,কিন্তু ফুরোতে নয়
পক্ষীরাজ উড়তে থাকে আরো দূরে প্রিয় রূপকথাতে।
...................... ঋষি
==============================================
কিভাবে জানি দেখাগুলো হারিয়ে যায়
শৈশব পেরিয়ে যৌবন ,,তারপর শুকিয়ে যাওয়া স্মৃতি সম্বল।
ঘড়ির কাঁটায় আরো এগোনো জানান দেয়
তোমার গল্প ফুরোলো
আর নটেগাছ মুড়িয়ে যায় ,
অথচ স্মৃতি রূপকথার না ফোরানো পক্ষীরাজ ঘোড়া।
একটা শব্দ আছে বেঁচে থাকার
নিজের ভিতরে ধুকধুক শোনা যায়,,, শুনতে পাই।
কিছু সরলরেখা অনুকরণে
আবৃত হেঁটে চলা ,,হেঁটে যাই।
ফিরে আসা মুহুর্তদের আবর্তন ক্রমাগত সঞ্চয়
বেড়ে চলা ,,বেড়ে যাই।
আর পক্ষীরাজ ,,সে যে হিসেব মানে না
উড়তে থাকা চঞ্চল ,,,উড়ে যাই
সাথে না ফোরানো সম্পর্কের নাম ,,,অনাগত প্রতীক্ষা।
কিভাবে জানি দেখাগুলো হারিয়ে যায়
সমস্ত জীবনের পর্যায় জুড়ে রামধনুর সাতরঙা রং।
বে নি আ স হ ক লা
ভীষণ পরিচিত সব প্রিয় রং চোখের পাতায়।
গল্প ফুরিয়ে যায় ,,কিন্তু ফুরোতে নয়
পক্ষীরাজ উড়তে থাকে আরো দূরে প্রিয় রূপকথাতে।
No comments:
Post a Comment