Tuesday, April 26, 2016

মানুষের স্বতন্ত্র

মানুষের স্বতন্ত্র
....................... ঋষি
============================================
এই কবিতায় কোনো সাম্রাজ্যবাদ নেই
এই কবিতায় কোনো দেশ ,রাষ্ট্র ,তন্ত্র নেই।
আছে আমার মত কিছু  মানুষ
আর মানুষের তন্ত্রের খিদে  অর্থাৎ অধিকার,,,,, গণতন্ত্র।
আছে খিদে বেঁচে থাকার ঘামের। .দৈনন্দিন বাঁচার।
মৌলিক অধিকার আর মানুষের  স্বতন্ত্র।

আমি কোনো পলিটিক্স বুঝি নি কোনদিন ,বুঝতেও চাই না
চাই শুধু বেঁচে থাকতে মানুষের মত নিজের অধিকারে।
জানি আমি আজ স্বাধীন দেশের নাগরিক
জানি আমার চারপাশে যারা আছে সকলেরই আমরা  স্বাধীন।
কিন্তু আসলটা  আসলটা আপনারা জানেন
...ঠিক কতটা।

প্রকাশ্যে কাউকে খুন করা। .এটা কি শুধু অপরাধ ?
প্রকাশ্যে কারোর মা,বোনের ইজ্জতে  হাত দেওয়া। এটা কি মনুষত্ব ?
আর তারপর এই রাজায় ,,রাজায় যুদ্ধ
আমরা মোহরা।
প্রকাশ্যে ব্যালেট বক্সে ,,কারচুপি ,,,,পেশী প্রদর্শন
বারুদের গন্ধ ,পিস্তল ,,,,,মৃত্যুর কমে যাওয়া দাম মানুষের ।
আজকাল তো শুনতে পাই নব্বই টাকাতে মৃত্যু বিক্রি হয় একটা বুলেটের দামে
আর নিজের অধিকারের অনধিকারের চর্চা আসলে মৃত্যু।
এই কি তবে স্বতন্ত্র
এরি নাম গণতত্র।

কি মুখ দেখাবো আগামী সন্তানদের তারা যখন দেশ জানতে চাইবে
বলবো এই হলো মানচিত্র,বিভেদ ,,, দেশ আর এই হলো অন্তর দ্বন্দ মানুষ।
অবাক হয়ে দেখি আজ বেঁচে থাকাটা ঈশ্বরের উপহার নয়
সে হলো মৃত্যু সামিল যন্ত্রণার আগামী।
আর আমরা মানুষ ক্রমশ ভুলতে থাকা কোনো প্রজাতির উদাহরণ
হয়তো আগামী কোনো সন্ত্রাসের সংস্করণ।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...