Tuesday, April 26, 2016

আমার তুই

আমার তুই
................ ঋষি.
================================================
নিজেকে কুড়োতে ইচ্ছে করে না আজকাল
পরে আছি গলি খুচি শহরের কোনে।
বুকের ব্যথাটা আজকাল বড় কষ্ট দেয় চলন্তিকা
বয়স হচ্ছে সময়ে গায়ে।
আর চামড়ায় খড়ি  ওঠা স্মৃতিদের আলাপচারিতা
সত্যি বড় একলা এই জীবন।

দাদুর কাছে শোনা সেই রাজপুত্রের গল্প
সবুজ ব্যাং ,রাজকুমারীর চুমু আর  ফিরে পাওয়া।
বড় আপ্লুত লাগে নিজেকে
শোলার টুপি,ভিজে বালিশ ,কার্নিশের চোখের পাতায় আলাপন।
সবটাই আলাপন নিজে সাথে
ফিরে যাওয়ার আগে একবার দুহাত ছড়িয়ে এভারেস্টে দাঁড়াই।
এক বুক নিশ্বাস,,চোখে জল
ফুরিয়ে যাচ্ছি বোধহয় ,,ফোরাবার মানে জানতে ইচ্ছে করে।
সত্যি বল চলন্তিকা
ইচ্ছাতে কি ফোরানো যায়।

নিজেকে কুড়োতে ইচ্ছে করে না আজকাল
চেনা  গলির অচেনা রাস্তার ওপারে চেনা মুখ তুই  চলন্তিকা।
নিজস্ব বলয়ের শেষে সেই লাল মাটির রাস্তা
বাউলের সুর ,,,উড়তে ইচ্ছে করে জানিস তোর সাথে।
আকাশের পর্দায় উড়তে থাকা অস্তিত্ব তোকে ছুঁয়ে
নীল জ্যোত্স্নায় যদি  কোনোদিন আমার তুই।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...