Thursday, April 7, 2016

অকৃতজ্ঞ মানুষ

অকৃতজ্ঞ মানুষ
.................... ঋষি
===============================================
অকৃতজ্ঞ মানুষ
আলখাল্লা ঢাকা কালো চাদরে সৌন্দর্য ঢাকতে চায় পৃথিবীর।
কৃত্রিমতার পাউডার ,স্নো পেন্ট ,লিপস্টিক,আতরে
কৃত্রিম সাজানো  ব্যভিচার করতে চায়।
অকৃতজ্ঞ মানুষ
অন্ধকার দিয়ে এই পৃথিবীকে মুড়তে চায়।

যেদিন প্রথম জন্ম দিল জীবন
এই পৃথিবীর সবুজ কলমে লেখা হলো শান্তির নাম।
ঈশ্বর নেমে এলেন মাটিতে
পার্মানেন্টলি স্থাপিত হলেন না মানুষের মনে
 গিয়ে বসলে মানুষ সৃষ্ট বিভাজনে।
হাসতে হাসতে  মানুষের হাতে তুলে দিলেন সময় আর গতি
বললেন যাও শান্তি নগরী বানাও।
নগর হলো ,কিন্তু মানুষ তাকে ভেঙ্গে দিল মানচিত্রে
আমার ,আমার করে চিত্কার করতে করতে
কখন যেন নিজেই ভুলে গেলো গতির বিপর্যয়তা।

অকৃতজ্ঞ মানুষ
কাপড় দিয়ে নগ্নতা ঢাকতে গিয়ে নগ্ন রয়ে গেলো।
ঈশ্বরের শহর বানাতে গিয়ে
বানিয়ে ফেললো জীবিত শবের মিছিল।
রক্ত ,মাংসের উপস্থিতি বদলে
মানুষ পাথর হয়ে গেলো।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...