Wednesday, April 20, 2016

ভাঙ্গা কাঁচের টুকরো

ভাঙ্গা কাঁচের টুকরো
................ ঋষি
==============================================
ছেড়ে দেওয়াটা অধিকার
ভেবে দেখেছি বারংবার অধিকার কখনো বন্ধন নয়।
নিজেকে স্বাগত জানাতে
সামনের পরে থাকার বিস্তীর্ণ জীবনের তৃণভূমিতে।
কিছু জীবিত সবুজ চিবোয় বেঁচে থাকায়
সেটাই আশ্বাস ,,বিশ্বাসও বটে।

সন্তান হারা সেই মা জানে
লুকোনো সেই ভিজে কাঁথার গল্পটা ,,যেটা আজও বেঁচে।
প্রেম হারানো জীবন জানে
গঙ্গার ঘাটে বাদাম চিবোনো সম্ভাবনা গুলো।
বিশ্বাস সকলেরি থাকে
সেই ইতিহাস থেকে শুরু করে সময়ের গায়ে বিশ্বাসের নক্সী কাঁথা।
গ্লোবার ওয়ার্মিং থেকে শুরু করে
সবুজ হারানো শোক।
কিছুই অজানা নেই এই অধিকারের পৃথিবীতে
কিন্তু অধিকার সে তো বন্ধন না

ছেড়ে দেওয়াটা অধিকার
নিজের বুকের কাঁচের টুকরোগুলো জুড়ে একটা ক্লান্ত অবয়ব।
জীবন বোধহয়
ঠিক এমনি ভাঙ্গা কাঁচের টুকরো।
আর জীবিত বিশ্বাস
এই সবুজের শোকে বারংবার ফিরে আসা।  

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...