Tuesday, April 12, 2016

ক্লাসিফায়েডের পাতা

ক্লাসিফায়েডের পাতা
.................. ঋষি
=================================================
ক্লাসিফায়েড করে পাতাগুলো চিবিয়ে খাওয়া
উপন্যাসের শেষটা অনুমান করা যায়।
কিন্তু শেষটা জরুরী জহুরীর মত, নিজের ভাবনাকে যাচাই করা জন্য
নিজেকে সংযত রাখা জরুরী।
পাতাগুলো চিবিয়ে খাওয়ার পর অনিয়মিত আমাশা ,পেট খারাপ
প্লিস মনখারাপ করিস না আর।

এই কবিতার জন্মানো
একটা অভিশাপ ,আসলে সত্যি বলতে নেই।
নিজের  বউ বাড়িতে রেখে পরেরটাকে দেখা ,মানে চাখা
সত্যি অসহ্য ,চোখ বন্ধ রাখতে হয়।
অনিয়মিত সঙ্গমে যে কন্ডমের দরকার হয় ,মানে জরুরী
বাচ্চারাও জানে , ডেপো ছেলেগুলো পাকা।
আরে শোন সভ্যতাকে জানতে ,সত্যি জানতে হয়
বলতে পারাটা অপরাধ
মৃত্যু নিশ্চিত।
না হলে একের পর এক ব্লগারের মৃত্যু
প্লিস আমি বলি নি।
খবর বলছে ভদ্রমহিলা দেশের বাইরে
তুই শোন ,তিনি একজন  দাপুটে সভ্যতার কলম।

ক্লাসিফায়েড করে পাতাগুলো চিবিয়ে খাওয়া
আবার অনুমান করা যায় বোম পড়বে ,জাতীয়তাবাদ আরো কি কি।
সবাই ঢুকে পড়ুন ঘরে
সত্যিকে নিজের পকেটে কলমের মত রাখুন ,কিংবা ভাবনার
প্লিস লিখবেন না ,না ভাবাবেন না
না হলে বিস্ফোরণ হতে পারে ,জানিস তো সামাজিক অপরাধে। ......

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...