Wednesday, April 20, 2016

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
.............. ঋষি
=================================================
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
না বেলা সেদিনও শোনে নি ,আজও শুনবে না।
ওই পাশ দিয়ে একটা বিপ বিপ শব্দ পাবে শুধু
তারপর লাইন কেটে যাবে। কেন শুনবে বেলা ?
সে তো আর রাধার মত কোনো প্রেমিকা নয়
সে যে সময়ের পরিবর্তনে অনবদ্য নারী।

এটা ঠিক
বেলা মেয়েটা বেশ সুন্দরী ,গলাটাও বেশ।
তো এমন মেয়ে কেন শুনবে ?
তোমার জন্য তো অপেক্ষার তো  কোনো গাছ ,পাথর নেই
কবে চাকরি পাবে ,কবে বিয়ে করবে।
ওই রেস্টুরেন্টের কোনার সিটে বসে হাত ধরে কিছুটা গুঞ্জন
ওতে কি আর সময়ের পেট ভরবে,
না ভরেছে কোনদিন।
ভাবনার কোনো পেট নেই ,ঠিক তোমার প্রেমের মতন
স্বপ্নে সরনিতে হাঁটা আর বাস্তবে
তফাৎ দুস্তর
আরে বাবা সমাজ বলে কোনো বস্তু আছে ,মেয়েটারও বয়স হচ্ছে।,
তো  মা বাবা তো সঠিক পাত্রে মেয়েটাকে দেবে।
তোমাকে কেন দেবে ,ভেবে দেখো
একটু বাস্তবে হাঁটতে শেখো।

শুরুতেই ওরা এগারোশো দেবে ,হক কথা
কিন্তু ভেবে দেখোতো এই সময় এগারো হাজারে সংসার চলে না।
তারপর অসুখ বিসুখ ,সমাজ ,পরিজন এই সব আছে
মন খারাপ করে লাভ নেই।
বেলা বড় ভালো ভালো মেয়ে ,ঠিক মনে রাখবে তোমাকে
শুধু এই সময় তোমার ফোন ধরবে না 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...