Friday, April 8, 2016

তুমি ফিরে এলে

তুমি ফিরে এলে
................ ঋষি
=============================================
একদিন সব অগোছালো চিন্তায়
তুমি নেমে এলে জ্বরের পৃথিবীতে।
আবোলতাবোল চোখে তোমার স্বপ্নের মানুষের মুখ
আয়নার সাথে এক পাপবোধ।
ঈশ্বর বোধ হয় তোমার দরজায় দাঁড়িয়ে কলিংবেল টিপলেন
তুমি ফিরে এলে মৃত্যু থেকে।

কয়েক বালতি জলে ,জ্বরের ওষুধ ,,বিছানা বালিশ ,,চাদর
না তুমি সেখানে নেই।
তুমি তো শুয়ে আছ তোমার প্রিয় গন্ধের সাথে
শঙ্খ লাগা দুই শরীর।
লেপ্টে আছে  .......
 তোমার কপালে ভেজানো রুমাল।
তুমি ঘামছো তোমার ভিতর ,,দ্রুত নিশ্বাস
তোমার শরীরে জমে যাচ্ছে তোমার প্রিয় পুরুষ।
দরজা  খোলা স্বপ্নে ঘর
তুমি বিবাগী হয়ে গেলে।
প্রথম পুরুষ  তুমি প্রেম।

একদিন সব অগোছালো চিন্তায়
তুমি হেঁটে যাচ্ছ ১০১,১০২ ক্রমশ আরো ওপরে।
আমি তোমার বিছানার পাশে
সময়ের মতন দাঁড়িয়ে।
মৃত্যু অপেক্ষা যদি না থামে কখনো ,,তবে প্রেম
না তাকে থামতে দেওয়া যাবে না 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...