সময়ের অনুভবে
............... ঋষি
==============================================
যে অনুভবে তুমি রয়ে গেছো চলন্তিকা
সেখানে আমার সমুদ্রের গভীরতা কম মনে হয়।
কতবার বলেছি নিজেকে
ভালো আছি।
কিন্তু কেন চলন্তিকা ?
ভালো থাকাটা আজকাল কম মনে হয়।
সময়ের হাতে ইকিরমিকির চাহুনি
চাইছে জীবন সময়ের সাথে কাঁধ ঠেকিয়ে হাঁটা।
সময় কখনো প্রতিবাদ নয় জানি
তবু কেন বরাদ্দটা কম মনে হয়।
যন্ত্রণার মুখে কুলুপ এঁটে মুখথুবড়ে দরজায় ছিটকিনি
দরজা খোলে ভোরের আলো
সময়ের সেই অদ্ভূত বিকিকিনি
যন্ত্রণা
তবু চলন্তিকা
আমার কম মনে হয়
যে অনুভবে তুমি রয়ে গেছো চলন্তিকা
সেখানে আমার সমুদ্রের পিছল শরীর নোনতা মাছ হওয়া চলে।
কিন্তু পারি না দাবিয়ে রক্তে
রক্ত শরীরে ধাববান গিরগিটি ,,একলা থাকা।
না চলন্তিকা তুমি বলো
এই জীবনে এমন করে একলা থাকা চলে।
............... ঋষি
==============================================
যে অনুভবে তুমি রয়ে গেছো চলন্তিকা
সেখানে আমার সমুদ্রের গভীরতা কম মনে হয়।
কতবার বলেছি নিজেকে
ভালো আছি।
কিন্তু কেন চলন্তিকা ?
ভালো থাকাটা আজকাল কম মনে হয়।
সময়ের হাতে ইকিরমিকির চাহুনি
চাইছে জীবন সময়ের সাথে কাঁধ ঠেকিয়ে হাঁটা।
সময় কখনো প্রতিবাদ নয় জানি
তবু কেন বরাদ্দটা কম মনে হয়।
যন্ত্রণার মুখে কুলুপ এঁটে মুখথুবড়ে দরজায় ছিটকিনি
দরজা খোলে ভোরের আলো
সময়ের সেই অদ্ভূত বিকিকিনি
যন্ত্রণা
তবু চলন্তিকা
আমার কম মনে হয়
যে অনুভবে তুমি রয়ে গেছো চলন্তিকা
সেখানে আমার সমুদ্রের পিছল শরীর নোনতা মাছ হওয়া চলে।
কিন্তু পারি না দাবিয়ে রক্তে
রক্ত শরীরে ধাববান গিরগিটি ,,একলা থাকা।
না চলন্তিকা তুমি বলো
এই জীবনে এমন করে একলা থাকা চলে।
No comments:
Post a Comment