Friday, April 15, 2016

আমাদের তো অন্য দেশ নেই

আমাদের তো অন্য দেশ নেই
.................... ঋষি
============================================
দেশ,দেশ ,দেশ
মৃত্যুর মুহূর্ত ,বাসি পান্তাভাত আর কিছু কল্পনা।
বদলে যাচ্ছে বাবু ,আমাদের দেশ
সাম্রাজ্য ছেড়ে সাম্রাজ্যবাদে  ,পুঁজিবাদী মানুষের রক্তে।
আরো লোভ ,পকেট ভর্তি অন্ধকার নিয়ে
কিছু দৈত্যদানব  থুথু হাতে গান্ধীজিকে গুনে যাচ্ছে।

কলম বিকিয়ে ,,খবরের পাতা ,,,নিউস চ্যানেলে ক্রমাগত রক্ত বমি
এই সভ্যতার প্রতিবাদ দরকার।
মানুষের চামড়ায় লেগে গেছে চ্যাট চ্যাটে ঘাম অন্ধকারের দাগ
কালি সারাহাতে ,সারামুখে
বাবু সংসার সামলাতে দৈনন্দিন জাস্ট বিকিয়ে যাচ্ছে।
প্রকৃতি বিরূপ
সময়ের মাটিতে ক্রমাগত ভূমিকম্প ,
বাবু ধ্বংস নিশ্চিত।
মানুষের অস্তিত্ব জুড়ে কাদা ছোড়াছুড়ি
ছোড়াছুড়ি নারীত্ব ,শৈশব সমস্ত প্রাথমিক আশ্রয়ের রাজ্যে
আজকাল সরাইখানা গজিয়ে যাচ্ছে।
একদল সুর করে গাইছে। . ...দরবাজেকো কুন্ডি মারো
কোহি  না বচকে জানে পায়ে ,,,ভন্ড গণতন্ত্র।
আরে যাবে কোথায়?
বাবু আমাদের তো অন্য দেশ নেই।

দেশ,দেশ ,দেশ
মায়ের মৃত্যুতে শোকাহত সন্তানের হাতে নেশার পেগ।
মা বলেছিল ভালো থাক ,,স্বাধীনতা
মায়ের কোল আলো করে থাক দুধে ভাতে।
কিন্তু দেশ আজকাল মায়ের স্নেহে দুধ ভাতে কাল সাপ পুষছে
তবে তো মৃত্যু নিশ্চিত বাবু।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...