Saturday, April 23, 2016

স্বয়ং ধ্বংস

স্বয়ং ধ্বংস
............ ঋষি
=================================================
জল ,কলমি শাকের পর দেশ ধীরে ধীরে মন্তাজ
আমি শব্দ করি নি কখনো।
শুধু নিয়নের শহরে ঢেলে দিয়েছি স্বপ্নের মতন বুনন
আর তখনি কিছু দুর্ঘটনা।
ভেঙ্গে পরছে মাটির স্তরের গভীরে অভিমান
আর আমি ব্যস্ত লাল ঠোঁটে  লিপস্টিকের আদলে।

এদিকে ওদিকে ফেস্টুনে
শহরের  দাঁত বের করা ইচ্ছাদের জবরদখল।
আর তার পরেই অযথা  রক্তপাত ,ধর্ষণ ,খবর ভরাট
আর তারপরই শরীর।
আসলে বাঁচার জন্য অভ্যাসে এক পরিচয় সবটাই রিপুদের দোষ
কি দরকার ভাবা।
হারানো জল ,কলমি শাকের মতন প্রকৃতি
বরং প্রয়োজনীয় প্রযুক্তি।
আকাশ কালো করা কার্বনের ধোঁয়ায় আগামী জন্মগুলো সব বিকৃত
হিসেবনিকেশ সরকারের ঘরে কিছু অভিশাপ ,,কারচুপি।
কলের জল চুরি করে পুকুর ভর্তি
ভারী মজা আমার কি ?
আমি তো বেঁচে থাকাতে  পাগল।

এত নিয়ন ,বাক্সবন্দী  কফি শপ ,প্রেমিকার  ঠোঁটের তিলগুলো
কেমন যেন অন্যমনস্ক ভাবনায়।
শুধু আগামীর প্রজন্ম জানে না আর কতদিন জীবিত
বাড়তে থাকা তাপমাত্রা , অনিয়মিত ভূমিকম্পন ,,হারানো প্রকৃতি।
গ্রাম হারিয়ে ,সবুজ হারিয়ে , ,,, শুহুরে  মানুষ  দাঁড়িয়ে
দূরে  দেখা যাচ্ছে ধুলিঝড়  ,,স্বয়ং ধ্বংস। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...