Wednesday, April 27, 2016

বাসি পরাধীনতা

বাসি পরাধীনতা
................... ঋষি
===================================================
নিজের গন্ধের সাথে মুলাকাত রয়ে গেল
কালসর্প বুঝলে চলন্তিকা।
দুধ দিয়ে কালসাপ পোষার প্রবাদটা সর্বাঙ্গ প্রাচীন
অথচ আদৌ দুধে মন ভরে না দেশের।
চলন্তিকা আমি তো দেশের গায়ে আজকাল রক্তের  অপছন্দের গন্ধটা পাই
ভেজা নোনতা সেই বাসি পরাধীনতার।

আহা চলন্তিকা
আরো একটা গন্ধ আমার কাছে ভীষণ প্রিয়।
তুমি জানো চলন্তিকা
তোমার  পেটিকোট, ব্রা, ব্লাউস এসবের নির্জনতা ভয়ংকর গুমোট গন্ধটা
কি ভাবছো আমাকে ? আরে বলে ফেলো।
জানোয়ার  !!
হাসি পায় জানো তুমি এতদিনে আমাকে চিনলে তাই।
এই জানোয়ারের দেশে যদি কোনো ফুলের শিশু যোনি হয়ে যায়
সেখানে তুমি  কমপ্লিট ওম্যান,
এর এত পুরুষের স্বভাব প্রেমের আড়ালে শরীরের গন্ধ খোঁজা।
আচ্ছা তুমি বল দেশ আর শরীরের মাঝে তফাত কি
দুটোই তো সহজলভ্য বিনিময়।

নিজের গন্ধের সাথে মুলাকাত রয়ে গেল
সেই আদিম জানোয়ারের গন্ধ যেটা চিড়িয়াখানায় ভীষণ কমন।
কি হলো চলন্তিকা ? নার্ভাস লাগছে
আরে শোনো প্রতিটা জন্তু যেখানে আজ বলির পাঁঠা।
সেখানে তুমি কি ?
ধুস দেশ তো কখনো তোমার মত সত্যি নয়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...