Thursday, April 7, 2016

সকাল হতে দেরী আছে

সকাল হতে দেরী আছে
.................... ঋষি
======================================================
এই রাত ফুরোয় না হাজার বছরেও
নগ্নতার সাক্ষী হয়ে জোনাকিদের আনাগোনা জানান দেয় উদম রাত্রিকে।
রাত্রির শরীর থেকে নেমে আসতে থাকে লজ্জার সমাজ
আর খুলতে থাকে অনবরত অশ্লীলতা।
শহর এখন ব্যস্ত নগ্নতার পেগে ,,,নেশার লাল চোখে
চেখে নিচ্ছে  অন্ধকারের ইচ্ছা শরীর।


ভায়োলিনের সুরে হারিয়ে যাচ্ছে রাতের ট্রেন
ক্রমশ শান্ত হয়ে যাচ্ছে ট্রেন লাইনের পাশে খিস্তির মহড়া গুলো।
দীনু পাগলা আকাশের দিকে দু পা ছড়িয়ে
তারা খুঁজছে ,খুঁজছে মাকে,বাবাকে ,,,আর পালিয়ে যাওয়া বৌটাকে।
সামনের তিনতারা হোটেল থেকে  এই মাত্র চুমকি বেড়িয়ে এলো
নিস্পেষিত ক্লান্ত চোখে সন্তান হারা ,সমাজ চ্যুত নারী শরীর ,
সামনের পোস্টে ঠেলান দিয়ে দাঁড়ালো
অন্ধকার খুঁজছে খিদে।
সামনে একটা বছর আঠারোর ছেলে। ... শংকর খুব সাবধানে,নিস্তব্ধে
সুখের এপার্টমেন্টের পাঁচিল পার হচ্ছে
কর্মহীন ,জেল ফেরত এই বেঁচে থাকার কিছু টাকার দরকার।
একটা ট্যাক্সি এসে থামলো
এক জোড়া মাংস এগিয়ে গেলো বিছানার দিকে
পাশ থেকে শোনা গেল মহিলা বলছেন ,,,যা অসভ্য।

এই রাত ফুরোবে  না হাজার বছরেও
কিছু কুকুর অবিরাম চিত্কার করছে ফুটপাথ জুড়ে।
ঘুম ভেঙ্গে গেলো অখিল চা ওয়ালার ,,ঘড়ি দেখে গড়িয়ে পড়লো
সকাল হতে দেরী আছে।
সত্যি  দেরী আছে এই রাত ফোরাবার
শহর এখন ব্যস্ত নগ্ন সমাজে অশ্লীল হুল্লোরের দৈনন্দিনে। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...