Wednesday, April 20, 2016

কর্মখালি বিজ্ঞাপন

কর্মখালি বিজ্ঞাপন
.................. ঋষি
===============================================
বিজ্ঞাপন চাইছে সময়
কর্মখালি ,ঈশ্বরের পদে নতুন কাউকে চায়।
প্রশ্ন ছিল ,আছে ,থাকবে
কে সেই ঈশ্বর?কি তার পদপুরণের মিনিমাম আবশ্যিকতা হবে।
শুধু বিশ্বাস
হায় মানুষ, শুধু বিশ্বাসে কি ঈশ্বর পাওয়া যায়।

এমনটাই হয়েছে
জেসাস ,বুদ্ধ ,চৈতন্য সকলে  হেঁটে গেছেন এই পৃথিবীর পথে।
তারা পথ হারিয়ে প্রতিটা পথের ধারে খুঁজেছেন মানুষ
আর খুঁজেছেন শান্তি।
আমরা সকলে ভীষণ স্বার্থপর
আমরা  শুধু ঈশ্বর খুঁজে চলেছি নিজেদের শান্তির খোঁজে।
সার্বভৌমত্ব এখন শুধু ইতিহাসের অংশ
কিন্তু এর অর্থ সত্যি কি আমরা মনে রেখেছি ?

মানুষের শান্তি কি তবে ঈশ্বর ?
এই প্রশ্নের জবাবে নড়েচড়ে বসবে একটা গোটা সমাজ।
আমার কাছে ঈশ্বর কোনো অস্তিত্ব নয়
অস্তিত্ব মানুষ।
আর সমস্ত অনিয়ম আর সভ্যতার অন্ধকার কারণ মানুষ
আর মানুষি হলো পৃথিবীর সমস্ত অনিয়মের  উত্তর।
ঈশ্বর সে তো মানুষ সৃষ্ট বিশ্বাস
বিশ্বাস  করুন  কিন্তু কোনো আশা নয় ঈশ্বরের কাছে।

সুতরাং বিজ্ঞাপন বদল করুন
কর্মখালি ,ঈশ্বরের বদলে মানুষের প্রয়োজন।
প্রশ্ন আছে ,থাকবে আর ধর্ম মাথা চারা দেবে
মন্দির,মসজিদ ,গির্জায় ধর্মদের রাখুন নিরপেক্ষ করে।
শুধু নিজেদের যোগ্যতায় নিজেদের খুঁজুন
মানুষের মত ,বিশ্বাস করুন আপনার মনুষত্বকে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...