Sunday, April 17, 2016

দেশ এমন হয়

দেশ এমন হয়
.............. ঋষি
==============================================
ভাষা বৃত্তি কাকে বলে
কবি কলমের উপহার কোনো দেশ নয়।
সৃষ্টিকে বন্দী করা যায়
নির্দিষ্ট ডেস্কটপে ফোল্ডারের  ভিতর ফোল্ডার  পুরে।
কিন্তু দেশ
কি দিয়ে বাঁধবে তাকে ?

গৃহবধু হওয়াটা  যাতনার
আচ্ছা তোর শীত্কারে  কি কোনো দেশের কান্না থাকে ?
আচ্ছা মৃত্যুকে দেখছিস তুই  কাছ থেকে ?
বীর্যপাত,
না তুই নেই ,দেশ নেই ,,হাহাকার যন্ত্রণা।
ছড়িয়ে  থাকা মাংসের  টুকরো ,,,,মৃত্যুর সংখ্যা ছাপ্পান্ন ছাড়ালো
কি হবে ,এরপর সাতান্ন কিংবা যদি একশো  হয়।
তখনও তুই বোরখা  পরে কিংবা ছাতা নিয়ে
ভোট দিবি ।
নাহলে দেশ দাঁড়াবে কি করে
কি করে দিবি তুই জন্ম  প্রায়  একশো কোটি ঈশ্বরকে।

ভাষা বৃত্তি কাকে বলে
তোর স্বামী রোজ যে বন্দুক চালায় তুই জানিস ।
সৃষ্টিকে বন্দী করে
নির্দিষ্ট ওয়েবসাইটে একবার খোঁজ করে দেখ  শরীরের মানে ?
ছি  দেশ এমন হয়
তোর মত নকল আবৃত অথচ নগ্ন। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...