Tuesday, April 12, 2016

এই জীবন

এই জীবন
................ ঋষি
================================================
আমাদের তো সব কাজ সারা
দেশের প্রিমিয়াম ম্যাচে শেষ বলটা বাউন্ডারির ওপারে
হাততালি দিন ,,জীবনটাও বোধহয়।
অনেক কাজ করেছি আমরা একটু বিনোদন দরকার
শাস বহুর পুরনো হিসেবগুলো করা বাকি
আসুন একবার ছকে দেখি ,,,, জীবনটাও বাকি।

অনেকটা পথ হেঁটেছি তাই
এইবার  হাতের বোতলটা খুলে ফেলুন ,,একটু একা থাকা দরকার।
সিগারেটের ধোঁয়াতে একবার হাতের মুঠোফোন রিং করুন
w.w.w ...... এই ওয়েবসাইটে,
একটা গর্ত দরকার ,,আসুন ঢুকে পরি ,,নারী মানেই শক্তি।
উফ্ফ্স ভীষণ ক্লান্ত
চাপ কিছুই নেই ,,বরং চাপ বাড়ান ,,সেক্সবর্ধক ট্যাবলেট।
পুরো জমে ক্ষীর
সবটাই উত্তেজক বিনোদন টাইমপাশ।
আসুন এই সময় একবার টাইম মেশিনে সফর করি আগামী শতকে
সকলে আমরা শরীর ,,ভয় কি ? ,,আমি তো আছি  সময়।

আমাদের সব কাজ সারা
এখন বিনোদন রাতের পাজামার নাড়াতে রমনীয় সুখ।
কি করবেন একবার ঝালিয়ে নেবেন হিসেবটা
দেশ সে যে এখন সময়ের নাটক।
নারী সে ও কোনো বিনোদনী টাইমপাস
আর বাঁচা ,,,অনেক কাজ বাকি ,,এই জীবন। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...