Friday, April 1, 2016

৩১ শে মার্চ

৩১ শে মার্চ
.................. ঋষি
=====================================================
৩১ শে মার্চ
খুব ভয়ঙ্কররূপে  মৃত্যু ছুঁয়ে দিল শহরকে।
যে ভয়াল রূপে মানুষ ত্রস্ত হয়
তেমন একটা দিন ছিল শহরের মেরুদন্ডে ঠান্ডা এক স্পর্শে।
শুধু নিজেদের কাছে নয়
প্রশ্ন সভ্যতার অন্তরে ,এর কি খুব প্রয়োজন ছিল ?
.
রাজনৈতিক চাপানউতর মানুষের পক্ষে সরকার
এই সব প্রশ্ন অবান্তর এখানে।
ডিসাসটার টিম রেডি ছিল কিনা ,রেডি ছিল কিনা কর্পোরেসান
ব্রীজ তৈরির মেটেরিয়াল সঙ্গত ছিল কিনা
এই সব প্রশ্ন ভীষণ খাটো মৃত্যুর কাছে।
কারণ কাউকে ফাঁসি দিয়ে ,কাউকে দোষী করে
মৃত্যুগুলো জীবিত হবে না।
মায়ের চোখের জল ,অনাথ হওয়ার বেদনা
সম্পর্ক হারানোর এক্সফ্যাক্টর গুলোর সামনে এই সব অপ্রাসঙ্গিক।
প্রাসঙ্গিকতা শুধু একটা দর্পনে
মানুষের বোধের কাছে।
মানুষের মনুষত্ব বোধ যখন সমস্ত লাভ ,লোকসানের নিচে নেমে যায়
তখনি এমনি হিউম্যান ক্রিয়েটেড ডিসাস্টার নামে।

৩১ শে মার্চ
এর পরেও আমরা নির্দিষ্ট টেলিভিশন সেটে বিশ্বকাপ দেখেছি।
নির্দিষ্ট সময় পটি করেছি ,খেয়েছি , ঠান্ডা পরিবেশে শুয়েছি
কিন্তু একবারও ভেবেছি এই দুর্ঘটনার কারণ।
শুধু মানুষ নয় ,মানুষ কৃত সভ্যতার আয়নায় আমি লজ্জিত
কারণ মৃত্যু সে কখনো ক্ষমা করে না কারণ।
.
( বড়বাজারের সেতু ভেঙ্গে যে মৃত্যু শহরকে নাড়িয়ে দিল ,সেই মৃত্যুর কবলিত প্রত্যেকটা জীবনকে আমার শ্রদ্ধা ,তাদের আত্মার শান্তি কামনা করি। )

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...