Wednesday, April 27, 2016

ঘুম পাচ্ছে

ঘুম পাচ্ছে
................. ঋষি
============================================
সমস্ত খেলা শেষ
আবার সূর্য ডোবার পালা ,বিকেল শেষ অস্তে।
তোমার মনখারাপ  কেন ?
এই প্রশ্নের সাথে আমার ভাবনায় এক খোলা আকাশ।
আর তুই দাঁড়িয়ে
পিছনে সমুদ্রের ভিজে যাওয়া শব্দ ,,ঘুম পাচ্ছে।

ঘুম পাচ্ছে রে
তুই অষ্টাদশী কিশোরীর মত আঁকড়ে আছিস শেষ আশ্রয়।
আর বিশাল সমুদ্রের শব্দ শুনছি
লুটিয়ে পরছে তোর আঁচল ,খুলে যাচ্ছে তোর হৃদয়ের কুঠরিগুলো।
সমস্ত অবয়ব আর অস্তিত্ব জুড়ে নীল রং
তোর পা ছুঁয়ে সমুদ্র স্রোত ফিরে আসছে আমার বুকে।
তুমুল আকারে কোনো স্পর্শ
অদ্ভুর শিহরণ ,,নোনতা ঠোঁট ,,,ভিজে আকুতি
আমার ঘুম ভাঙ্গা চোখে সামনে এক সমুদ্র।

সমস্ত খেলা শেষ
ফিরে যেতে হবে সমুদ্রের ঘরে মাতাল নোনতা গভীরে।
নুন লেগে যাবে শরীরময় ,,সারা অস্তিত্বে
কান বন্ধ করি ,,সমস্ত চরাচর জুড়ে চোরা বালি।
ডুবে যাচ্ছি
আমার ঘুম পাচ্ছে ভীষণ। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...