Friday, April 8, 2016

একটা ছোট ঘর

একটা ছোট ঘর
................. ঋষি
====================================================
একটা ছোট ঘর
ক্রমশ বদলে যাচ্ছে ঘরের ভিতর।
দৃশ্যরা মধুর হতে হতে হাত  ধরেছে  সবুজ পাতার স্বপ্নের
একটা নদী থাকলে ভালো হত।
এক আঁচলা জল ,,মধুর স্বপ্নের ঘর
ঢুকে যাচ্ছে ঘরের ভিতর।

একটা ইচ্ছে
মাথা ভর্তি ষড়যন্ত্রেরা , ধারণ করছে শরীর।
দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, উপকন্ঠে আমি আর জীবনানেন্দর শঙ্খ চিল
নেমে আসছি নিচে।
বাঁচার আশায় ,,খিদে প্রবৃত্তির কারণে
নিজের ঘরে।
কিন্তু ঘর ক্রমশ লোপাট ঘরের ভিতর
আশঙ্কায় গুনছে দিন ,,,,,,সমুদ্রের ঢেউ ,,,নোনা জল
নিজের ভিতর।

একটা ছোট ঘর
ক্রমশ লোপাট ইচ্ছের সমাধি ঘরের ভিতর।
শুয়ে আছে চেতনার শব ,,,যুদ্ধ ফেরত ভয়ংকর স্মৃতি আগলে
ইচ্ছে করলে ফিরে আসা যায় নিজের ভিতর।
যেমন একটা ছোট ঘর
ক্রমশ বদলে যাচ্ছে ঘরের ভিতর। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...