Thursday, April 7, 2016

খিদে পাচ্ছে

খিদে পাচ্ছে
................ ঋষি
==================================================
সেইভাবে ভাবতে গেলে
একটা অদ্ভূত  খিদে জমে থাকে সময়ের গায়ে।
ঢং ,ঢং সময়ের ঘন্টা
সরতে থাকা কাঁটার গায়ে হুস মন্তর ,ফুস মন্তর ,হুস।
খিদে পাচ্ছে
সময়ের গায়ে রক্তের গন্ধ।

পাগলের মতো ছুটতে থাকা মানুষগুলোকে
খুব গভীর থেকে তাকিয়ে দেখো।
সকলে খুব ক্ষুদার্থ ,সকলেই ভীষণ ক্লান্ত ,,সকলের একটু শান্তির দরকার
কিসের খিদে এত ?
চারিদিকে তাকিয়ে দেখো হা হা করছে মানুষ
বাড়ানো হাত ,অজস্র  ভিজে যাওয়া চোখ ,রক্তে ভেসে যাওয়া  শরীর।
কেউ প্রেম চাইছে ,কেউ অধিকার চাইছে
কেউ বাঁচতে চাইছে ,কেউ মরতে চাইছে।
আসলে সকলের ভীষণ ক্ষুদার্থ
সকলেই  শান্তি চাইছে।

সেইভাবে ভাবতে গেলে
আমার খিদেও বেড়ে যাচ্ছে কবিতার পাতায়।
ঢং ,ঢং সময়ের মৃত্যুর হাতছানির সাথে
আমিও ক্ষুদার্থ।
হুস মন্তর ,ফুস মন্তর ,হুস কোনো কৃত্রিমতা ছাড়া
একটু  শান্তি প্রয়োজন। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...