Friday, April 15, 2016

স্পর্শ কাতরতা

স্পর্শ কাতরতা
............. ঋষি
===============================================
স্পর্শের দরকার ,দরকার আগুনের
নিত্য প্রয়োজনীয় জীবিকায় বেঁচে থাকা পরিচয়।
কোনো পরিচয় পত্র বা শরীর নয়
একটা মাত্রা স্পর্শ
ভীষণ দরকারী মনে হয়।  

খোঁজ তো থাকে ,একটা খোঁজ
নিজেকে নগ্ন ভাবার সমস্ত সত্বার বাইরে পূর্ণ অধিকারে।
যেখানে কোনো প্রলোভন নয়
কোনো কারণ নয়।
স্পর্শ
ভীষণ প্রয়োজনীয়  মনে হয়।
যেখানে বেঁচে থাকা যায় হয়তো বুদ্ধি মাফিক  বোকামি সময়ের ভিতে
হয়তো বা অনধিকার।
তবু স্পর্শ
কোনো কারণ নয় শুধু নিজস্বতায়।

স্পর্শের দরকার বাঁচার প্রয়োজন
সে নিয়মিত নিরামক সামাজিক বোধ হোক।
কোনো সীমানা বা গন্ডি নয়
খোলা আকাশ
স্পর্শ দরকারী কোনো অধিকার। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...