Friday, April 29, 2016

প্রতিবাদ ভদ্রলোক

প্রতিবাদ ভদ্রলোক
................ ঋষি
=============================================
প্রতিবাদ ভদ্রলোক হেঁটে চলে যাচ্ছেন
সঙ্গে যাচ্ছে মানুষের আকাঙ্খার ভালো দিনগুলো।
অসংখ্য প্রলোভন আর লোভের সাথে সন্ধি করে
এক সন্ধিক্ষণ।
যেখানে প্রতিবাদ ভদ্রলোক অতিরিক্ত
তাই উনি এখন হেঁটে চলেছেন অন্যমনস্ক ভাবনায়।

বন্ধুবর আপনার আমাকে ভোট দিন
আমি আপনাদের রক্ত নেব।
এমনটা কোথাও শুনি নি আমি আজ জন্ম অবধি
তবে বুঝে গেছি গভীর তত্বটা।
শোষণ সে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মত খামখেয়ালী নয়
নয় কোনো অপমৃত্যুর মত বিপর্যয়।
সে হলো অধিকারের আতঙ্কের ভীতি ,মানুষের মূল্যবোধ
ক্রমশ লুপ্তপ্রায় সভ্যতা থেকে হারানো দিনের সাক্ষী।
সবটাই আমরা বুঝি
তবু আমরা ঘুমিয়ে।
আর প্রতিবাদ ভদ্রলোক ক্রমশ মানচিত্র ছাড়া।

কি ভাবছেন ,
একবার ডেকে দেখবেন নাকি ভদ্রলোককে।
কারণ ভদ্রলোক একমাত্র যিনি  ইতিহাসের সাক্ষী
আর মানুষের প্রতিটা অধিকারের পক্ষে।
উনি কখনো ভোট চান নি  স্বার্থপর সময়ের মত
উনি চেয়েছেন সঙ্গ মানুষের অধিকারের জন্য। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...