Sunday, April 3, 2016

আলোর আশায়

আলোর আশায়
............... ঋষি
=============================================

আলো  জ্বালতে  হবে
এই সভ্যতার দিনগুজরানকে ঝাঁকুনি দিয়ে বলতে হবে N
অন্ধকার চিরকাল নিজেকে নামিয়েছে
এবার  উঠতে হবে।
সময়ের চাকা গড়িয়ে গড়িয়ে খাদের ধারে
প্রাগৈতিহাসিক না হোক ,,আলোর জন্মে ফিরে যেতে হবে।

সভ্যতাকে প্রশ্ন করেছি
মৃত্যুর পর কি থাকে ? চুপচাপ দেওয়াল ঘড়ি।
নিস্তব্ধে ঘুরে যাওয়া আবর্তনের গায়ে আজ আলসেমি লেগে
আরো জোরে ,,দুর্বার আলো  ,,এগিয়ে যেতে হবে
সময় ছাড়িয়ে ক্যালাইদস্কোপের শৃঙ্খলা ভেঙ্গে আগামী দিনে।
এই সভ্যতা আলো  চায়
এই সভ্যতা সাদা পায়রার স্বাধীনতা চায় জীবিত আকাঙ্খায়।
এই সভ্যতায় জীবন চায় আদিম শৃঙ্খলার মত
চকমকি ঘষে ,,চামড়া ছাড়ানো অধিকারে আজ বাঁধ  চায় নদীরে গায়ে।
সে গতি ঘোড়ার হোক ,,হোক কোনো অবাকযানের
কার্বন মাখা কালো হাতে এই সভ্যতা সবুজ চায়।

আলো জ্বালতে হবে
বুকের বারুদে  চিরকালীন যন্ত্রনায় দেশলাই কাঠি।
পুড়ে যাওয়া অংশে  ,,হাতের ছ্যাকায় পোড়া দাগ
না কোনো সভ্যতা না ,,আবার স্থপতি চায়।
নতুন কোনো আবিস্কারের নেশায়
মানুষের মনে উপস্থিত মানবিকতা চায়।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...