Friday, April 8, 2016

মনখারাপ

মনখারাপ
............... ঋষি
===========================================
ও প্রিয় মনখারাপ
সুখের চাদর ঢেকে শুয়ে থাকা বিরহ।
তোমাদের বলছি
মুখ তুলে তাকাও ,,আরো জাগ্রত ,,ঘুম কচলিয়ে উঠে পরো।
এরপরও সকালে হবে
সময়ে পরে ফুটে উঠবে খড়ির দাগগুলো আরো গভীরে।

অর্ধেক আলোতে দাঁড়িয়ে
অন্ধকারে তাকানো হৃদয়ের লোভ ,,এই মনখারাপ।
ঈশ্বরের হাতে দেশলায়ের বারুদ
শুধু ঘর্ষণে ,,উত্পন্ন উত্তাপ ,,,কি প্রয়োজন ?
এই ভালো মনখারাপ।

অযথা রক্তাক্ত বুকেতে,যদি উঠে এসে ঠোঁট না ভেজায়
তুমি ভিজবে কি করে।
তোমাকে বলছি শোনো ,,শুনতে পারছো
আমাকে পাত্রটা দিও ,,,আমি মুখ ডুবিয়ে মধু খাবো।
আর তুমি ভিজবে
তোমার মনখারাপ আমার মত। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...