এই তো বেশ
.................... ঋষি
=================================================
এই তো বেশ
একটা করে দিন অস্ত যাবে সূর্যের পরে অন্ধকারে।
কিছুই থাকবে না পরে
সবই তো চলে যাবে।
নিতান্ত ব্যস্ত জীবনে অবিরত যাওয়া আশা
তবু ,,আমি জানি তবু তুমি রয়ে যাবে।
ভাবনার মৃত্যু নেই
মৃত্যুর নেই স্মৃতির দেওয়াল হাতড়ে ঘোরা ফেরা মৃত্যুদের।
অনন্ত সময়ের দাবিতে সুখ খোঁজে জীবন
কিন্তু যন্ত্রণা সে জীবনের কঠিন অঙ্কের মত মৃত্যু সামিল।
কাল্পনিক কথোপকথন ,ভুতুরে আলাপ নিজের সাথে
চেনা কুঠরিতে অবিরত রক্তক্ষরণ নিজের সাথে।
সবটাই জানা ,নতুন কিছুই নেই
শুধু সেই বেঁচে থাকা
শুধু সেই হেঁটে চলা ভাবনাদের মাথাভর্তি আলাপনের সাথে।
তবু তুমি আছো এই জীবনে কবিতার মত
তরঙ্গ থেকে তরঙ্গায়িত ঢেউ
স্বপ্নের আদর।
এই তো বেশ
একটা করে দিন সরতে থাকা আলোদের ঝগড়া অন্ধকারের সাথে।
আমি দাঁড়িয়ে সেই মুহুর্তে আলো আঁধারিতে
জীবনের কঠিন অজানা ,না জানা অধ্যায়ের অপেক্ষায়।
কাল আরেকটা পাতা খুলবে আমি জানি
তবু আমার গল্পটা নিয়ম মাফিক জীবনের স্যিগনালে দাঁড়িয়ে।
.................... ঋষি
=================================================
এই তো বেশ
একটা করে দিন অস্ত যাবে সূর্যের পরে অন্ধকারে।
কিছুই থাকবে না পরে
সবই তো চলে যাবে।
নিতান্ত ব্যস্ত জীবনে অবিরত যাওয়া আশা
তবু ,,আমি জানি তবু তুমি রয়ে যাবে।
ভাবনার মৃত্যু নেই
মৃত্যুর নেই স্মৃতির দেওয়াল হাতড়ে ঘোরা ফেরা মৃত্যুদের।
অনন্ত সময়ের দাবিতে সুখ খোঁজে জীবন
কিন্তু যন্ত্রণা সে জীবনের কঠিন অঙ্কের মত মৃত্যু সামিল।
কাল্পনিক কথোপকথন ,ভুতুরে আলাপ নিজের সাথে
চেনা কুঠরিতে অবিরত রক্তক্ষরণ নিজের সাথে।
সবটাই জানা ,নতুন কিছুই নেই
শুধু সেই বেঁচে থাকা
শুধু সেই হেঁটে চলা ভাবনাদের মাথাভর্তি আলাপনের সাথে।
তবু তুমি আছো এই জীবনে কবিতার মত
তরঙ্গ থেকে তরঙ্গায়িত ঢেউ
স্বপ্নের আদর।
এই তো বেশ
একটা করে দিন সরতে থাকা আলোদের ঝগড়া অন্ধকারের সাথে।
আমি দাঁড়িয়ে সেই মুহুর্তে আলো আঁধারিতে
জীবনের কঠিন অজানা ,না জানা অধ্যায়ের অপেক্ষায়।
কাল আরেকটা পাতা খুলবে আমি জানি
তবু আমার গল্পটা নিয়ম মাফিক জীবনের স্যিগনালে দাঁড়িয়ে।
No comments:
Post a Comment