ঈশ্বররুপী সেই মানুষের প্রতি
..................... ঋষি
=====================================================
সভ্যতা সুষ্ঠ ভাবে চালাতে কিছু মানুষ প্রয়োজন
প্রয়োজনীয় অসংখ্য পেশার সাথে জড়িত ঈশ্বরের মত কিছু মানুষ।
অভাব
ঈশ্বরের আস্থার দিকে তাকিয়ে আছে মরতে বসা বাচ্চা ছেলেটা
মা কাঁদছে ,পরিজন কাঁদছে ,,,কাঁদাটাই রীতি।
অথচ সেই ঈশ্বর মানুষটার সময় নেই ,,,প্রয়োজন একটা কিডনি
আর যার জন্য প্রয়োজন কিছু কাগজের নোটের।
.
সকলে তো অর্থবান হয় না
সকলে তো ঈশ্বর হন না।
মানুষের ঈশ্বর বোধে আস্থা রাখা মানুষের বিশ্বাস
আ সেই বিশ্বাস বিকোয় কিছু ঈশ্বররুপী মানুষের স্বার্থে।
.
সময়ের দরবারে সরকার দেবতা থেকে শুরু করে সমস্ত ঈশ্বররুপী কর্তাদের
একটা প্রশ্ন করতে ইচ্ছে করে ,আচ্ছা মানুষ কি ?
মানুষ কি সেই জীব যে আজ নিজেদের পরস্পরের রক্তের পিপাসী ?
সেখানে কি শুধু সকলেই ভেক ধারী ? ঈশ্বর রুপী?
মানুষ কি সভ্যতার বিবর্তনে আজ সবচেয়ে বড় শয়তানের নাম ?
যে যদুবংশের একজন উত্তরাধিকারী ,,,,,, একজন কৃষ্ণ ?
.
আজ সভ্যতার সময়ের দাবি রাখে শুধু মুনাফা
সময় থেকে শুরু করে প্রতিটা অস্তিত্ব শুধু নিজের পেট ভরাতে ব্যস্ত।
খিদে আসলে ঈশ্বরের অপর নাম
আর তার জন্য প্রয়োজন একে অপরের নির্ভরশীলতা।
না হলে কোথায় যেন সকলে বড় একা
সকলেই বড় দুঃখী
সেই সভ্যতার বেডে শুয়ে থাকা মরতে বসা ছেলেটার মত।
..................... ঋষি
=====================================================
সভ্যতা সুষ্ঠ ভাবে চালাতে কিছু মানুষ প্রয়োজন
প্রয়োজনীয় অসংখ্য পেশার সাথে জড়িত ঈশ্বরের মত কিছু মানুষ।
অভাব
ঈশ্বরের আস্থার দিকে তাকিয়ে আছে মরতে বসা বাচ্চা ছেলেটা
মা কাঁদছে ,পরিজন কাঁদছে ,,,কাঁদাটাই রীতি।
অথচ সেই ঈশ্বর মানুষটার সময় নেই ,,,প্রয়োজন একটা কিডনি
আর যার জন্য প্রয়োজন কিছু কাগজের নোটের।
.
সকলে তো অর্থবান হয় না
সকলে তো ঈশ্বর হন না।
মানুষের ঈশ্বর বোধে আস্থা রাখা মানুষের বিশ্বাস
আ সেই বিশ্বাস বিকোয় কিছু ঈশ্বররুপী মানুষের স্বার্থে।
.
সময়ের দরবারে সরকার দেবতা থেকে শুরু করে সমস্ত ঈশ্বররুপী কর্তাদের
একটা প্রশ্ন করতে ইচ্ছে করে ,আচ্ছা মানুষ কি ?
মানুষ কি সেই জীব যে আজ নিজেদের পরস্পরের রক্তের পিপাসী ?
সেখানে কি শুধু সকলেই ভেক ধারী ? ঈশ্বর রুপী?
মানুষ কি সভ্যতার বিবর্তনে আজ সবচেয়ে বড় শয়তানের নাম ?
যে যদুবংশের একজন উত্তরাধিকারী ,,,,,, একজন কৃষ্ণ ?
.
আজ সভ্যতার সময়ের দাবি রাখে শুধু মুনাফা
সময় থেকে শুরু করে প্রতিটা অস্তিত্ব শুধু নিজের পেট ভরাতে ব্যস্ত।
খিদে আসলে ঈশ্বরের অপর নাম
আর তার জন্য প্রয়োজন একে অপরের নির্ভরশীলতা।
না হলে কোথায় যেন সকলে বড় একা
সকলেই বড় দুঃখী
সেই সভ্যতার বেডে শুয়ে থাকা মরতে বসা ছেলেটার মত।
No comments:
Post a Comment