Thursday, April 21, 2016

আলাদা মাইলে

আলাদা মাইলে
............... ঋষি
=================================================
আলাদা আলাদা মাইলে,,কিলোমিটার দূরত্বে
নিজেকে সরিয়ে রেখেছি।
আমার রক্তের প্রতিবাদ আমার জন্মকে সাবালকত্ব দিতে পারে নি
আমি প্রতিবাদ করিনি কখনো কোনো অন্যায়ের।
শুধু জীবিত থেকেছি
নিজেকে বাঁচাবো বলে নিজের পরিবারের জন্য।

অগর মা কা দুধ পিয়া হ্যা তো ,সামনে আ
না সামনে যেতে পারিনি।
কিতাবী মধ্যবিত্তের মত চালিয়ে গেছি ধর্মের রথ প্রতি রথযাত্রায়
অথচ রথে সেই জগন্নাথ।
প্রশ্ন করি নি
এমা ঠাকুর তোর হাত কই ?
আসলে আমারও হাত কই ,শুধু মাথা আছে
নিচু করা।
আর আছে কিছু বক্কম যা শুধু নিজের ডেরায়
আসলে আমার বাঘ হওয়া হলো না।

আলাদা আলাদা মাইলে,,নিজেকে মাপতে বসেছি
এত জল তবু ঘটি ডোবে না।
জল ঘোলা করা শুধু কিন্তু তৃষ্ণা সে তো মেটে না
মেটে না যন্ত্রণা না বলতে পারার।
চিত্কার করতে ইচ্ছে করে
তবু করি না কারণ সময় সে যে ভয়ংকর মৃত্যু। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...