Thursday, April 21, 2016

স্পর্শ কি ?

স্পর্শ কি ?
,,,,,,,,,,,,,, ঋষি
============================================
শুধু ছুঁয়ে যাবে
এটা পরিনত নয় পরিনাম জীবন এই বিশ্ব সংসারে।
আর পাঁচটা নারীর মত স্বপ্ন
স্বামী ,সন্তান ,,প্রিয় মধুর ঘর আর সংসার।
এটাতেই শেষ নয় ,,শুধু শুরু অধিকার
কিন্তু স্পর্শ কি ? কি স্পর্শ ?

দলা মোচর মাংসপিন্ড
চোখের জল আটকে যায় অন্ধকার আকাশের চাঁদে।
পুরুষ এই তোমার পরিচয় ?
অন্ধকার নয় আলোয় আসতে চেয়েছি চিরকাল
কিন্তু  তোমার প্রয়োজন অন্ধকার।
আর আমরা পরিনাম সমাজের বাহ্যিক হাসিমুখ
হাসতেই হবে।
সমস্ত অপ্রিয় সত্য গুলো লুকিয়ে দাঁড়াতেই হবে ঘোমটা ঢেকে
নিয়ম আর নিয়মিত ব্যবহারিক পরিনয়।
পরিনত রূপ প্রতিদিন তিরস্কৃত সামাজিক ব্যায়ে
এ এক অদ্ভুর বিচার।
পুরুষ তুমি হাজারগামী হতে পারো
অথচ আমাদের গন্ডি তোমাদের স্বীকার।

শুধু ছুঁয়ে যাবে
আমরণ শরীর ,মন ,অস্তিত্ব নিয়ে খেলে যাবে সামাজিক ব্যারিকেটে।
পুরুষ আমাদের কোনো আকাশ নেই জানো
জানো আমাদের নেই কোনো পরিচয় আলাদা করে।
কিন্তু প্রশ্ন।  কেন এমন ? কেন এমন হবে ?
চিরকাল পুরুষ তুমি শুধু পূজিত হবে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...