Friday, April 8, 2016

সময়ের ছবি

সময়ের ছবি
.................. ঋষি
===============================================
মতিন আর নেই
যা কিছু সবটুকু মধ্যবিত্ত ঘরের সেই গৃহবধু দাঁড়িয়ে
মাথায় চিন্তার ছিটমহল
ও গো এই অসময়ে বিধবা করলে
দুই ছেলে আর বুড়ো শ্বশুর ,,এতগুলো পেট
এই সংসার চলবে কি করে

এক আশা পাওয়া গেছে
ভোটের আগে পার্টি নেতার সেই ভাষণে
এই মৃত্যুর প্রতিবাদ আমরা করবো ,মতিন আমাদেরই একজন
ভরদুপুরে এইভাবে পিটিয়ে হত্যা
মতিনের স্ত্রীর আর সংসারের পাশে আমরা আছি

নতুন কিছু নয় এই আবেদন
মতিনের স্ত্রী দাঁড়িয়ে মধ্য রাত্রে মাটির নিজের ঘরে
কেউ একজন ডাকছে
ফিসফিস ,বোধ হয় গিরগিটি ,,বোধ হয় মানুষের ভেকে স্বার্থ
চাকরিটা হয়ে যেতে পারে সকালে পার্টি প্রতিনিধি বলে গেছেন
শুধু রাত্রে বাইরে থাকতে হবে

মতিন আর নেই
মধ্যবিত্ত ঘরের গৃহবধু অন্ধকার পথ হাঁটছে।
না এই চিত্র অসাধারণ কিছু নয় বরং সময়ের উপস্থাপনা
সময়ের সাথে চলতে হলে ,,মেনে নিতে হবে।
ঘরে  দুই ছেলে আর বুড়ো শ্বশুর ,,এতগুলো পেট
না হলে এই সংসার চলবে কি করে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...