Wednesday, April 20, 2016

আঁকড়ানো মাটি

আঁকড়ানো মাটি
.................. ঋষি
=============================================
সমুদ্রের ধারে বসে সেই বন্য গন্ধটা পাওয়া যায়
নোনা ভিজে হলুদ কোঁকড়ানো চাদর।
আর উত্কন্ঠা
সময়টা দাঁড়িয়ে আছে  রে সাইকেলের মত।
কিন্তু এই বিস্তীর্ণ বালুচরে
সাইকেল চালাবো কি করে?

কেটে কেটে যায়
বালির উপর দাগ টানা অসংখ্য প্রহরীর পদক্ষেপ।
মৃত্যুর মত
সরে সরে যায় ক্রমশ ঢেউয়ের আঘাতে।
আরো ভিজে বালি
সময়ের পরিহাস বোধহয় সাইকেলটা দাঁড়িয়ে।
পাশের ঘোর লাগা নারকেল গাছ ,,সার দেওয়া সভ্যতার
মাটি আঁকড়ে ধরে।
নোনা গন্ধ ,,নোনা বিশ্বাস ,,নোনা স্পর্শ
তোর শরীর জুড়ে বেয়ে চলা স্রোত ভেজাচ্ছে আমাকে।

সমুদ্রের ধরে বসে সেই বন্য গন্ধটা পাওয়া যায়
তলার সরতে থাকা বালি জানে না পরিচয়।
বিশ্বাস সে যে আঁকড়ে ধরা শিকড়ের গভীরতা
আর সাইকেলের ঘন্টি বাজে।
দাঁড়িয়ে আমি ,,সামনে বিস্তীর্ণ বালুচর ,,সমুদ্র
আর ভিজে বালি ,,তোর নাভির পরিচয় । 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...