Tuesday, April 12, 2016

আকাশের ঠিকানায়

আকাশের ঠিকানায়
.................... ঋষি
=================================================
তুই বিরক্ত করবি না
আমি কি করি বল ,, শুধু অসময়ে মনে পরিস।
মনের পাখি
এই ডাল ছেড়ে ,,ওই ডাল ,,,তারপর তোকে আকাশে  রাখবো।
আর ভালো লাগে না ছাই
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

খাঁচা
আমার বন্দী পাঁজরার দাগ গোনা ক্যালেন্ডারের সময়।
নিস্তব্ধে কিছু একটা বলে যায়
আকাশের,চাঁদ ,তারা ছেড়ে ,,পৃথিবীর মাটিতে পা।
মাটির গন্ধ ,,,আর  তুই
কাদামাখা আমার মত আমরণ বাঁচার লোভ।
চুপ থাকবো  ঠিক
আকাশের পাখি আমার হৃদয়ের ফাঁকে নিত্য ডাকাডাকি।
আর আমি তৃষ্ণা
আকাশের দিকে তাকিয়ে ,,শহর শুকোচ্ছে ,,জলকষ্ট।
শালা কাব্য করছি ,,,, যেন মনে হয়
আমি তোর বুকে শুয়ে ,,, শীতল বাতাস।

তুই বিরক্ত করবি না
আর আমি তোকে গালাগাল শেখাবো কবিতার মত।
একগুচ্ছ সময় চিবিয়ে কোনো মুহুর্তে শুনবো কানে কানে
আমার কবিতা ঠিক আগুনের মত।
আর আমি পুরে ছাই ,,,আকাশের ঠিকানায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...