Tuesday, April 26, 2016

বৃষ্টিতে ভিজে

বৃষ্টিতে ভিজে
...................... ঋষি
================================================
সেই দিনটা মনে আছে
যে দিন আকাশ থেকে বৃষ্টি নেমে ভিজিয়ে দিচ্ছিল অস্তিত্ব
তোকে বৃষ্টি বলে ডেকেছিলাম প্রথম।
মনে আছে কফি কাপ ঠোঁটে তুই শহরের বারান্দায় দাঁড়িয়ে
আমাকে ডাকলি আরও আমার কাছে।
আমি ছুটে গেলাম তোর ঠোঁটে ,,তোর গালের তিলে
তোর কপালে প্রথম চুমু।

নিস্তব্ধ যাপনের মত এতগুলো বছর
উনিশবিশ ,আক্রোশ, অভিমান,অভিব্যক্তি ,ঘুমোনো হিসেব সব ছিল।
সব ঘুমিয়ে ছিল ,সব বেঁচে ছিল
গভীরে কোনো বৃষ্টির আশায় ভিজে মাটির গন্ধে।
আমি তো ভিজেছিলাম সেদিন
তুইও।
তারপর হঠাত এক ঝড় ,,আকাশ জোড়া বড় বড় চোখ
সরে যাচ্ছে দুরে ,,,বিকেলের কফি কাপ।
তোর নাম ,,তুই
চেষ্টা করছিস
কিন্তু এই ভাবে হারানো যায় না।

সেই দিনটা মনে আছে
যে দিন শহর জোড়া তুমুল বৃষ্টি ফুটপাথে নর্দমার জল।
আমি হেঁটে ছিলাম একা একা আমার শহরে
শহরের  ভিজে চোখে লেগেছিল আমার চোখে নুন।
তারপর সোজা একটা কফি কর্নারে
চেনা পরিচয় ,,চেনা কপতকপতি ,,হাজার ভিড়ে মাঝে মিশে
আমার তুই  ফুটপাথে দাঁড়িয়ে ,,বৃষ্টিতে ভিজে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...