ইতিহাসের প্রয়োজনে
............... ঋষি
=====================================================
বিপ্লবের কোনো ঠিকানা হয় না
যেমন হয় বিপ্লবীর রক্তে নুয়ে থাকা মূর্ছনা।
সবটাও পসেটিভ হবে ভেবে নিয়ে অনেকটা যাবার পর
যদি আগুন জ্বলে ,সেটা কি বিপ্লব ?
বুঝলে অবনীবাবু সেটা বিপ্লব নয় ,,প্রহসন
হাসির প্রয়োজনে ,নিজের পেটভরাতে ,,ইতিহাসের মৃত্যুতে।
আমি কোনো কমিউনিস্টের মত বলছি না যে,,, বিপ্লব জরুরী
মানুষের ইতিহাস থেকে বলছি।
বিপ্লব শুধু বারুদের গন্ধ নয় ,
মার্কস ,লেনিন এই সব মহাত্মাদের পরিচয় নয়
বিপ্লব হলো মানুষের রক্তে একটা প্রতিবাদ ।
আমরা কেঁচোর মত গুটিয়ে গিয়ে
ডেকে আনছি এমন একটা পরাধীনতা যেটা নিজেদের মৃত্যু।
অবনীবাবু আপনি প্রাচ্য ,প্রাচাত্য কিংবা সময়কে দেখতে পারেন
প্রতিটা সুদিনের পতন নিশ্চিত।
প্রতিটা স্রষ্টার মৃত্যু নিশ্চিত ,তবে সৃষ্টি নয়
কারণ প্রতিটা সৃষ্টি একটা বিপ্লব।
সব ইনফিনিটি সিস্টেমে একটা পরিবর্তন খুব প্রয়োজনীয় এই সময়
সেটাই বিপ্লব বোধহয় ,
মাইক হাতে করে তেরাত্রি চিত্কার করলে
বিপ্লব আসে না।
তারজন্য হৃদয়ের সংযোগ দরকার ,দরকার নিজের ইতিহাসের।
অবনীবাবু আমি কোনো দেশের কথা বলি নি
বলেছি মানুষের কথা ,ইতিহাসের কথা আর সময়ের
আর তাকে আরেকবার স্মরণ করতে আবার একটা বিপ্লব প্রয়োজনীয়।
No comments:
Post a Comment