Friday, April 15, 2016

মানুষ খুঁজছি

মানুষ খুঁজছি
..................... ঋষি
==============================================
শব্দগুলো সরিয়ে রেখেছি
আর শব্দ হবে না এখন ,তারা আর নেই,
হয়তো কোনো পচা মাংসের গলিতে বিকিকিনিতে জীবিত।
ঠিক ধরেছেন জীবিত তারা
মৃত চোখের চাহুনিতে একটা বিরূপতা বাঁচা
কিন্তু তারা থেকেও নেই ।

মান আর হুশ দুটো অর্থ কোথাও যেন হারিয়ে যাওয়া এই আবর্তনে
আমারও মাঝে মাঝে ইচ্ছে করে শারুখখানের মত বলতে
মানুষ ,,এহি নাম কহি সুনাথা স্যানরিটা।
আপনারাও শুনতেন আগে
আজকাল শুনি এমনটা পার্কস্ট্রিটে কেউ নির্যাতিত কিন্তু ক্যামেরা বন্দী।
ভোট বাক্সে কেউ ম্যাসেল দেখাচ্ছে
সেটা সবাই জানে।
বাড়ির পাশ  থেকে কাউকে তুলতে না পেরে  বৃদ্ধ মানুষটা খুন
সকলে বলছে কি দরকার ছিল এই বয়সে ?
আর সকলে মানুষ।
বাদী ,,বিবাদী উভয় পক্ষে সেই চর্বিত চর্ব্বন মানুষ
কিন্তু তো তাদের পাই না খুঁজে।

শব্দগুলো সরিয়ে রেখেছি
কারণ মৃত শব্দদের খোঁজার চেষ্টার আগে মৌনতা দরকার।
দরকার নিজের ভিতরের মানুষটাকে খোঁজা
আর তাকে আগুনে হাত পোড়াতে বলা।
কারণ না পোড়ালে যন্ত্রণা আর খুঁজে
মানুষ নামক সেই শ্রেষ্ঠ জীবটিকে।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...