Sunday, April 3, 2016

এই দেশের কিছু হবে না

এই দেশের কিছু হবে না
........................... ঋষি
=====================================================
ঘৃণার ত্রাস নিয়ে শুয়ে আছে সময়ের লাশ
সামনের হরিদার দোকানে।
আড্ডা জমে ক্ষীর ,,,,কখন ,,কিভাবে ,,কেন হতে পারে এই দুর্ঘটনা
আসলে দুর্ঘটনা শব্দটা একটা আজন্ম দুর্ঘটনা।
এ ওকে দুষছে ,,সে তাকে
কেউ বলছে এই দেশের কিছু হবে না।

আমি অবাক হয়ে ভাবি
আচ্ছা দেশ কাকে বলে?
দেশ কে সেই শব্দ, যার প্রতি এত অনীহা  মানুষের।
মানুষ ছাড়া কি কোনো দেশ হয় কখনো ?
দুপুরের লেবু চটকে গরম  ভাত ,,রাতে সুন্দর ঘুম ,,নিজের সংসার ,,সন্তান
নিজেরটুকু  আঁকড়ে ধরে সত্যি কি দেশ হয় ?
নিজের বিছানা আঁকড়ে ,,আরামকেদারায় বসে ,,টিভির খবরে ,,খবরের পাতায়
শুধু খুঁজলেই  পাওয়া যাবে দেশ?
ইতিহাস খুলে  দেখলে অবাক লাগে
দেশ মানে রক্ত ,দেশ মানে ত্যাগ ,,দেশ মানে জীবন।
সেই দেশে দাঁড়িয়ে আজ অবাক চোখে দেখি
স্বার্থন্বেষী কিছু মানুষ
যারা দেশ খুঁজছে নিজেকে ঢাকার আশায় লজ্জার বেঁচে থাকায়।

ঘৃণার ত্রাস নিয়ে যে সভ্যতা অগ্রগামী
তার রথের  চাকায় আজ কর্ণের  মৃত্যু বারংবার।
হরিদার দোকান থেকে শুরু করে সমস্ত দেশ শব্দে
আজ ভাইরাস আক্রান্ত কিছু মানুষ আরো রোগ খুঁজছে।
খুঁজছে ওষুধের নামে  মৃত্যু ,,,,এরাই আবার বলছে
এই দেশের কিছু হবে না।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...