Wednesday, April 27, 2016

কবিতার কবি

কবিতার কবি
.................. ঋষি
====================================================
অভ্যেসে দাঁড়িয়ে গেছে
কবিতা চিবিয়ে রক্তবমি দৈনন্দিন  প্লাটফর্মে।
আর অবাক হয়ে দেখি অজস্র কবিদের চিত্কার
অজস্র তাদের চাহিদা।
কেউ প্রেম ,কেউ অকাল প্রয়ান ,কেউ দুঃখ ,কেউ অন্ধকার
আজকাল আর কেউ আনন্দের কবিতা লেখে না।

উত্পল দাঁড়িয়ে থাকে ,আমার বন্ধু
গন্তব্য একটা কবিতা ,দাঁতে কলম রেখে ভাবে একটা মারকাটারি প্লাটফর্ম।
সে  জানে না এই শহরে ভাবনা চুরি হয় কবিতার নামে
কারো একগাল দাঁড়ি ,কেউ বা সম্পূর্ণ নগ্ন।
কেউ ইচ্ছে করে বুনে চলে অসংখ্য জালিয়াত
ভাবছি কবিতা কি দরকার ?
একটা বেশ্যা পাড়া খুললে হয়  তো
কবিতার বিক্রি নেই।
তবে পাজামার ফিতের তো বিক্রি বাড়বে
রোজ ছিড়বে আবার জুড়বে ,,সাজতে তো হবে সমীচীন কবির মত।

অভ্যেসে দাঁড়িয়ে গেছে
কবিতা চিবিয়ে চুয়িংগামের মত সাদা পাতাতে থুথু করতে।
কি আবোলতাবোল লিখি কে জানে
সবটাই তো মনে হয় প্রতিবাদ।
শরীর ,মন আগুন আর এই দেশ সে যে বিচিত্র ভূমিকায়
কি লিখবো উত্পল।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...