Saturday, April 23, 2016

তাই না

তাই না
................. ঋষি
==============================================
সময়ের  বয়স মৃত্যু
হাতে গোনা কড়িকাঠ ,অযুত নিযুত আর শতক।
সবটাই ভীষণ  মেকি তাই না
যেমন তুই সাজানো কোনো দেওয়ালের পট্রেটে।
ভেজা দেওয়াল
আরো ভেজানো  তাই না।

যে অর্জুনের চোখে লেগে গেছে মৃত্যুর লোভ
তার কারণ জানি।
যে চোখ দেখে মরে যেতে চাই
তার কারণ কি ?
ভেবেছি  বহুবার ,,বারংবার ভাবনায়
অন্ধকার দেওয়াল থেকে উঠে আসা বাসি  পচা গন্ধ।
ক্রমশ জমায়েত কোনো শহরের পথচলায়
অনবরত জ্যাম।
থেমে গেছে থমকে থাকা আন্দোলিত  বাতাস এই বৈশাখী গরম
একটা অদ্ভূত মৃত্যু ,,,তাই না।

সময়ের  বয়স মৃত্যু
হাতে গোনা কাল সবটাই বেঁচে ফেরা জীবনের চৌদিঘিতে
সবটাই  প্রকৃতি তাই না।
যেমন আকাশের তিতিক্ষা আর বৃষ্টির প্রতিক্ষা
ভিজে চাওয়া
কোনো বিরক্তি তাই না। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...