Saturday, April 23, 2016

ভুলতে চাইছি

ভুলতে চাইছি
................ ঋষি
================================================
ভুলতে গিয়ে আরো কাছে আসছি তোমার
আকাশের গায়ে গরাদ এঁকে  ব্যস্ত  রাখছি তোমায়
নিজের নির্বিষ কলঙ্কে  বিষ  ঢালছি
শিবের শরীরে ছাই ধোঁয়া মোছা  করে।
কোনো যৌনতা না ,,, বিকর্ষণ
তবু আকর্ষণ করছি তোমায়।

বুঝতে  পারছো  সোজা কপি ,পেস্ট তোমার স্তনবৃন্তের গোঁড়ায়
আজ নয় বহুবার ,বহু যুগ ধরে।
তবু
আমি নির্বিষ আতঙ্কের  শিবের  নৃত্য।
আরো ধ্বংস করছি তোমায়
ঠিক না।

আরো কাছে আসছি দুরে গিয়ে ফিরে আসার মানে
নেমেসিসের মন্ত্র তন্ত্র দিয়ে  গাঁজার টান।
লালচোখ
ভালো লাগছে না ,,ভুলতে চাইছি।
আরো দুরে ঠেলতে
ইশ এবার  যে দেখতে পারছি তোমায়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...