Thursday, April 28, 2016
ডাকপিয়নের চিঠি
ডাকপিয়নের চিঠি
............. ঋষি
========================================
এ কেমন পাওয়া আমার
সকাল থেকে মেঘ পরিয়ে বৃষ্টি
ঠিক যতটুকু তুমি চাও।
আমি তো মেঘের দেশে ডাকপিয়নের
চিঠি
তোমার লোটাকম্বলে বসে।
অপেক্ষা কৃত কম সময়ের নিমন্ত্রণে
বেহিসাবী প্রেমিক
ঠিক তোমার হৃদয় জুড়ে বসে।
ছুটি ,ছুটি ,ছুটি
আমার সর্বত্র রেখে যাওয়া চেতনারা
তোমার শরীরে ঘামের গন্ধ।
তোমার বুকের কাছে বসে আমার
ইচ্ছার আশ্রয়গুলো সব
তোমাকে ঠিক দেখতে পায়।
এখন প্রশ্ন আসতে পারে কে তুমি
?
আর আমার কাছের তুমি ?
উত্তর আমার জানা নেই ,জানতে ইচ্ছে করে না
তবে এই অসময়ে শুধু একটা প্রশ্ন
তুমি ভালো আছ তো আদর ?
কেমন হয় তোমায় যদি আদর বলে
ডাকি
সকালের কুয়াশা ভরা রাস্তায় আমি যদি তোমাকে একলা পায়।
মনের ফাঁকে আহরণ কোড়ানো পলাশ ফুল
তোলা আছে মনের ভাঁজে।
বসন্ত চলে গেছে এখন সময়ের ক্যালেন্ডারে
ভরা দুপুর
তবে তোলা আছে তোমাকে আদর করে।
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment