প্রয়োজনীয়তা নিয়মিত
.............. ঋষি
=============================================
ঘুম নেই
হাতের দাগ টানা আগামীতে বিশ্বাস নেই।
নেই তো অনেক কিছু
সময়ের খড়ি ওঠা গালে কোনো চিক্কনতা নেই।
নেই বুকের বা দিকের পকেটে ধুকপুক
আর কিছু আধুলির শব্দ।
এমন করে ভাবতে বসলে
দুপুরে তোমার বুকের মাথা রেখে কাটানো সময়টা বড় অনাবশ্যক।
আর নিজেকে লাগে রক্ত পিপাসু ডোরাকাটা চিতা
সময়কে প্রশ্ন করি
যে নদীতে বান আসা আমার স্পর্শ।
যে জমিতে লেগে গেছে আমার আকর্ষণ
সেটা কি অনাবশ্যক ?
বেঁচে থাকা ধুকপুক হৃদয়ের কড়িকাঠে জ্বলতে থাকা ইচ্ছারা
স্পর্শ চাইছে।
সেটা কিছুতেই অধিকার হতে পারে না
পারে না হতে কোনো হিসেবের দাবি।
ঘুম নেই
রাত ভোর বালিশ আঁকড়ে বুকের চিলে কোঠাতে সকালের সূর্য।
দেখা তো হবে কালকের সকাল
এই আশা।
আশা তো আর অনাবশ্যক নয়
যেমন আবশ্যক কি আগামী নিয়ে ভাবার ?
.............. ঋষি
=============================================
ঘুম নেই
হাতের দাগ টানা আগামীতে বিশ্বাস নেই।
নেই তো অনেক কিছু
সময়ের খড়ি ওঠা গালে কোনো চিক্কনতা নেই।
নেই বুকের বা দিকের পকেটে ধুকপুক
আর কিছু আধুলির শব্দ।
এমন করে ভাবতে বসলে
দুপুরে তোমার বুকের মাথা রেখে কাটানো সময়টা বড় অনাবশ্যক।
আর নিজেকে লাগে রক্ত পিপাসু ডোরাকাটা চিতা
সময়কে প্রশ্ন করি
যে নদীতে বান আসা আমার স্পর্শ।
যে জমিতে লেগে গেছে আমার আকর্ষণ
সেটা কি অনাবশ্যক ?
বেঁচে থাকা ধুকপুক হৃদয়ের কড়িকাঠে জ্বলতে থাকা ইচ্ছারা
স্পর্শ চাইছে।
সেটা কিছুতেই অধিকার হতে পারে না
পারে না হতে কোনো হিসেবের দাবি।
ঘুম নেই
রাত ভোর বালিশ আঁকড়ে বুকের চিলে কোঠাতে সকালের সূর্য।
দেখা তো হবে কালকের সকাল
এই আশা।
আশা তো আর অনাবশ্যক নয়
যেমন আবশ্যক কি আগামী নিয়ে ভাবার ?
No comments:
Post a Comment