Wednesday, April 20, 2016

বিয়েটা সেরে ফেল সন্দীপন

বিয়েটা সেরে ফেল সন্দীপন
.................... ঋষি
==============================================

.
লাইন দিয়ে জন্মদিন পরে আছে
জানিস তো সন্দীপন মৃত্যু একলা আর একবার।
কেমন করে বলবে জীবিত বাসনাদের স্বর্গের দরজা খোলার কথা
জীবন সেও যে একবার আর একলা।
কে ছিল ,আছে  ,থাকবে এই সব আলাপ পিরিত প্রহসন
জানিস তো মানুষ ভীষণ একলা।
.

শব্দ হচ্ছে
প্রকৃতি কামড়াচ্ছে নিজের ভিতর।
বিয়েটা করে নে সন্দীপন
প্রতিটা দরকারের পিছনে একটা প্রয়োজন নিত্য
যেমন তোর গায়ে আজকাল আঁশটে গন্ধ।
.

বাজেট পেশ হলো
সিগারেটের ধোঁয়াতে বাড়তে থাকা মূল্য বৃদ্ধির দূষণ।
পরিমানটা কমেছে আশা করি
এমনি লিখে পাঠালে তুমি
আর সন্দীপন সেই দরজায় দাঁড়িয়ে সিগারেটের রিঙে।
.

বিয়েটা সেরে ফেল সন্দীপন
এমন অকাল ,অন্ধকার বাজারে আরো কিছুদিন একসাথে থাক।
আশা করি ভালো থাকবি
জীবন থেকে জীবিতের দুরত্বের ফাঁকে রক্তের গন্ধ
তাও ও তো আঁশটেই রে।
.

লাইন দিয়ে জন্মদিন পরে
মৃত্যুর আগে বছর ঘুরবে বাঁচতে চাওয়াটা নেশা।
আর তোর দর্পণ সন্দীপন
বয়স বাড়ছে প্রেম থেকে আরো দূরে একলা থাকার।
বিয়েটা এবার সেরে ফেল সন্দীপন
আজ না হলে কাল আবার তো একলা থাকা।


No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...