যন্ত্রণার কলম লাল
............... ঋষি
===================================================
রাত কলি মেরে খাবোমে আয়ে
আর কি ভিজে যাবে।
আমরা তো ভিজে আছি অনেকক্ষণ হৃদয়ের ক্ষরণে
যন্ত্রণা চুবিয়ে তৈরী কালিতে।
কবিতার রং লাল
আমার প্রিয় রং ,,যন্ত্রণা তুই ,,,লাল।
আকাশের গায়ে সরু নদী ,,সবুজ দ্বীপ
আস্ত সফর সেরে ফেলে ,,শরীরের ক্লান্তি ,,ঘামের গন্ধ।
ভিজে যাব ,,চুষে নিয়ে যন্ত্রণা
সাক্ষরিত অনিয়মক কল্পনার সাথে বাস্তবে ফিরে আসা শহরের পথঘাট।
আগুন জ্বলছে ,,,এখনো গ্রীষ্ম আসে নি
আগুন নেভানো ,,বৃষ্টি আসবে শহরে ,,এই আশ্বাস।
জীবন ভিজবে
শহরের গলিতে কোথাও নীল ছাতা হাতে নিয়ে তুই দাঁড়িয়ে।
আকাশ দেখবি
আর আমি আকাশের গায়ে চুপচাপ শুয়ে তোকে জাপ্টে।
মিশে যাওয়া সময়
হারানো ইচ্ছাতে।
রাত কলি মেরে খাবোমে আয়ে
সমস্ত অবয়ব জুড়ে ধাববান কোনো অন্তরিত আকাঙ্খা।
আচ্ছা মেঘ হলে বৃষ্টি ,,তারপর আশা সবুজ ফসল
ফসল পাকবে মাঠে ,ঘাটে ,,।
আবহাওয়ার শেষ খবরে শোনা এই সপ্তাহ নাকি বৃষ্টি হবে না
তারপর নাকি আমাদের হৃদয়ের ঘাম আর আমরা।
............... ঋষি
===================================================
রাত কলি মেরে খাবোমে আয়ে
আর কি ভিজে যাবে।
আমরা তো ভিজে আছি অনেকক্ষণ হৃদয়ের ক্ষরণে
যন্ত্রণা চুবিয়ে তৈরী কালিতে।
কবিতার রং লাল
আমার প্রিয় রং ,,যন্ত্রণা তুই ,,,লাল।
আকাশের গায়ে সরু নদী ,,সবুজ দ্বীপ
আস্ত সফর সেরে ফেলে ,,শরীরের ক্লান্তি ,,ঘামের গন্ধ।
ভিজে যাব ,,চুষে নিয়ে যন্ত্রণা
সাক্ষরিত অনিয়মক কল্পনার সাথে বাস্তবে ফিরে আসা শহরের পথঘাট।
আগুন জ্বলছে ,,,এখনো গ্রীষ্ম আসে নি
আগুন নেভানো ,,বৃষ্টি আসবে শহরে ,,এই আশ্বাস।
জীবন ভিজবে
শহরের গলিতে কোথাও নীল ছাতা হাতে নিয়ে তুই দাঁড়িয়ে।
আকাশ দেখবি
আর আমি আকাশের গায়ে চুপচাপ শুয়ে তোকে জাপ্টে।
মিশে যাওয়া সময়
হারানো ইচ্ছাতে।
রাত কলি মেরে খাবোমে আয়ে
সমস্ত অবয়ব জুড়ে ধাববান কোনো অন্তরিত আকাঙ্খা।
আচ্ছা মেঘ হলে বৃষ্টি ,,তারপর আশা সবুজ ফসল
ফসল পাকবে মাঠে ,ঘাটে ,,।
আবহাওয়ার শেষ খবরে শোনা এই সপ্তাহ নাকি বৃষ্টি হবে না
তারপর নাকি আমাদের হৃদয়ের ঘাম আর আমরা।
No comments:
Post a Comment