এক বিকেলে
,,,,,,,,,,,,,,,, ঋষি
============================================
এক বিকেলের ফুরোনো অধিকার
তোকে চুমু খেলে আমি বাঁচতে পারি আরোও একশতক।
ডিপ্লোমেটিক উত্তর
যেখানে প্রশ্নটা প্রশ্ন থেকে যায়।
আর উত্তর আকাশের কাটা ঘুড়ি
লাটাই ছাড়া ,সুতো ছাড়া ,হাওয়া নির্ভর পৃথিবীর পথ।
এবার হাজার প্রশ্ন আসতে পারে
ভালোবাসা কি আকাশের পাখি যে খাঁচায় পুরে রাখি।
আচ্ছা জীবনকে কি ভালোবাসা যায় ?
আচ্ছা স্পর্শকে কি আঁকড়ে বাঁচা যায় ?
এবার আবার হাসতে হাসতে লুটিয়ে পরবি
ডিপ্লোমেটিক প্রশ্ন।
তুই জানিস শেষ প্রশ্নের উত্তর দিয়েছিলাম সেদিন
যেদিন তুই আমাকে প্রশ্ন করলি ভালোবাসি কিনা।
আমি হাসতে হাসতে বলেছিলাম
ভালোবাসি তো তোকে। ..স্পর্শতে থাকা জীবনের পথে।
এক বিকেলের ফুরোনো অধিকার
সমস্ত সকাল জুড়ে সময়ের প্রলেপ মনখারাপ।
ডিপ্লোমেটিক অবস্থান।
আকাশ জুড়ে মেঘ করেছে সূর্য গেছে পাটে
খুকু গেছে জল ...আনতে, পদ্মদিঘীর ঘাটে
আবস্ট্রাক্ট নয় স্পর্শীল।
,,,,,,,,,,,,,,,, ঋষি
============================================
এক বিকেলের ফুরোনো অধিকার
তোকে চুমু খেলে আমি বাঁচতে পারি আরোও একশতক।
ডিপ্লোমেটিক উত্তর
যেখানে প্রশ্নটা প্রশ্ন থেকে যায়।
আর উত্তর আকাশের কাটা ঘুড়ি
লাটাই ছাড়া ,সুতো ছাড়া ,হাওয়া নির্ভর পৃথিবীর পথ।
এবার হাজার প্রশ্ন আসতে পারে
ভালোবাসা কি আকাশের পাখি যে খাঁচায় পুরে রাখি।
আচ্ছা জীবনকে কি ভালোবাসা যায় ?
আচ্ছা স্পর্শকে কি আঁকড়ে বাঁচা যায় ?
এবার আবার হাসতে হাসতে লুটিয়ে পরবি
ডিপ্লোমেটিক প্রশ্ন।
তুই জানিস শেষ প্রশ্নের উত্তর দিয়েছিলাম সেদিন
যেদিন তুই আমাকে প্রশ্ন করলি ভালোবাসি কিনা।
আমি হাসতে হাসতে বলেছিলাম
ভালোবাসি তো তোকে। ..স্পর্শতে থাকা জীবনের পথে।
এক বিকেলের ফুরোনো অধিকার
সমস্ত সকাল জুড়ে সময়ের প্রলেপ মনখারাপ।
ডিপ্লোমেটিক অবস্থান।
আকাশ জুড়ে মেঘ করেছে সূর্য গেছে পাটে
খুকু গেছে জল ...আনতে, পদ্মদিঘীর ঘাটে
আবস্ট্রাক্ট নয় স্পর্শীল।
No comments:
Post a Comment