Wednesday, April 27, 2016

মধ্যবিত্ত আখ্যান

মধ্যবিত্ত আখ্যান
................. ঋষি
==============================================
আমার লিখতে ইচ্ছে করছে
প্রশ্ন করতে ইচ্ছে করছে সামনে শুয়ে থাকা ইতিহাসের পাতাকে
আর্তনাদ কাকে বলে ? আর ভয় ?
উপকরণ ,অলঙ্করণ সংস্করণে কেউ কি জীবিত ?
পিছনে পরে থাকা রোদে চোবানো ঘামের শহর
আচ্ছা শুনছে কি কেউ ?

আসলে সত্যিটা বলি নি এখনো
মশাই দিন  আনতে পান্তা ফরানোর অন্তিম যাত্রায়।
কেউ যদি রাত্রে মশা কামড় খায় ,
দোষ কার ?
উত্তর ছিল ,উত্তর আছে ,উত্তর থাকবে
আপনি পিঠ ফিরে শোবেন
অথচ এই আগুনে পিঠ পুড়বে না তা হয়।
হাততা তো বাড়াতে হবে
এখন বলবেন মধ্যবিত্ত মশাই দিন  আনতে পান্তা ফরানোর গল্প
অথচ সারা শহর জুড়ে এখন মশাদের রাজত্ব।

আমার লিখতে ইচ্ছে করছে
কোনো যুবতীর যোনির থেকে নিসৃত আরামে মুখ ডুবিয়ে।
মশাই সবটাই তো জানেন
আরাম আর হারাম কেউ নিজের হয় না কোনদিন।
ঔরঙ্গজেব উল্টে গেলো
আর আপনি কি নিয়মিত ভীরু  মধ্যবিত্ত।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...