Thursday, April 14, 2016

শুভ নববর্ষ ১৪২৩

শুভ নববর্ষ ১৪২৩
.............. ঋষি
=================================================
তৃষ্ণার্ত গাছের  পাতারা জানে আজ নতুন শুরু
রৌদ্রের শুকিয়ে যাওয়া ফাঁটা মাটি জানে নতুন বছর।
প্রশ্ন করেছি পৃথিবীকে
কি আজ ,কেন ?
হাজার চিত্কার ,,দোকানে হালখাতা ,,,গনেশের ভুড়ি সব সাক্ষী
আজ নতুন বছর।
.
ঠিক তো, অনেকগুলো বছর বাঁচা হয়ে গেল আমার চলন্তিকা
এই পৃথিবীর আবর্তনের সাথে তাল রেখে হাঁটতে হাঁটতে।
তোমাকে ভালোবাসতে ,বাসতে
অনেকগুলো বছর।
ক্যালেন্ডারের পাতায় ৩৬৫ দিনের সংখ্যাগুলো কোনদিন থামে নি
শুধু সময় ফুরিয়ে গেছে ,,আমাদেরও ফোরাচ্ছে।
আবার শুরু নতুন ক্যালেন্ডারের পথ চলা
কারণ সময় তো থামে নি।
.
চলন্তিকা কি পেলাম ,কি না পেলাম এই সব প্রশ্নচিন্হ।
মানুষের দিকে তাকিয়ে দেখি ,,মানুষ আরো ভয়ংকর জীব এই দৈনন্দিনে
প্রেমের দিকে তাকিয়ে দেখি ,,,প্রেম বদলানো বিছানার চাদর।
আর সময়ের দিকে তাকিয়ে দেখি ,,,সময়ের লোভ
মানুষ কাঁদছে বড়।
বড় কাঁদছে মানুষের হৃদয়ের সত্যিগুলো ,,,, ইতিহাস সাক্ষী।
পথচলা ,,আপোশ করা জীবনের সাথে ,,,জিভ শুকোনো রৌদ্র
আজ শুরু একটা নতুন বছর।
.
তৃষ্ণার্ত জীবনের পাত্রে এক বিন্দু জলের আশা ,,চাতকের মত
এই সময়ের কিছুটা পরিবর্তন চাই ,,,আগামীর আশা।
আর ভালোবাসা
চলন্তিকা  আমি তুই চিরকালীন ঋণী ,,বাউলে জীবন ।
কারণ আমরা বেঁচে একসাথে কবিতায়  ,,বাঁচতেই চাই
আর তোমাদের জানাই ,,শুভেচ্ছা শুভ নববর্ষ ১৪২৩। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...