Sunday, April 3, 2016

শীতল আকাঙ্খা

শীতল আকাঙ্খা
........................... ঋষি
=====================================================

স্বপ্নে দেখলাম
তুমি দাঁড়িয়ে আঁচল  উড়িয়ে বরফের চূড়ায়।
তোমার হাতের দস্তানায় গুড়ো গুড়ো স্মৃতিগুলো সব উত্তাপের আশায়
আর ক্লান্ত দরজার ভিতরে অবিরাম কান্না।
কে কাঁদছে গো চলন্তিকা
আমাকে বলেছিলে " তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে।

চলন্তিকা  তোমাকে সকলেই সুন্দরী বলবে
তোমার দৃপ্ত ভঙ্গি ,তোমার কথা বলার ধরন ,আর ঠোঁটের  তিল
সকলকে মুগ্ধ করবে।
কিন্তু তুমি চলন্তিকা,,,,,,, আমি মুগ্ধ হই
তোমার মেরুদন্ডের দৃঢ়তায় ,তোমার গড়িয়ে নামা শীতল ঘামে
লুকোনো চোখে কালিতে ,নিয়মিত বেঁচে থাকায়।
কোথাও একটা বড় মিল আছে তোমার বুকের গভীর খাঁজে
লুকোনো আমার পোড়া দেশের।
যেখানে হাজার জর্জরতা থাকা স্বত্বেও
একটা বোঝাপড়া থাকে।
তোমার মতন ,,আমার ভিতর এক বরফের দেশ
আর শীতল হয়ে যাওয়া শরীর ,,,ওমের খোঁজ

স্বপ্নে দেখলাম
তুমি দাঁড়িয়ে আঁচল  উড়িয়ে আমার আরো গভীরে।
আমার বুকের উপর জমে থাকা বরফগুলো তুমি সরাবার চেষ্টা করছো
সময়ের শীতল আহ্বানকে তুমি হারিয়ে ,,বাঁচার ইচ্ছায়।
আমার মত ,,,খুব গভীরে
তুমি দাঁড়িয়ে বলছো ,,,উঠে পরো সকাল হয়ে গেছে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...