Wednesday, June 1, 2016

সঙ্গম

সঙ্গম
............. ঋষি
=====================================================
এখনো স্পন্দন আছে
থর থর মাটিঘরে বুকের উপর মাটি।
শহরের লাশ শুয়ে আছে নিজের মেটামরফসিস  একটা স্ক্রাউন্ডেল
শহর ঘোষিত করছে মৃত।
শহর মৃত ,মৃত শহরের বুকে রাত কাটাচ্ছে সময়
নালা নর্দমায় ,সস্তার সঙ্গমে।

সঙ্গম
সাধারণের  কাছে একটা আনন্দ।
ধর্মের কাছে কখনো বা সৃষ্টি কখনো অনাথ
সময়ের কাছে আগামীর আশা।
আর বুদ্ধিজীবিদের কাছে আমরণ প্রেম
কবির কাছে প্রকৃতি ঈশ্বর।
আর নিজেদের কাছে কামার্ত ভূমিকায়
যে ছেলেটা মে মাসের গরমকে সদ্য যৌবনের চাদর মুড়ে ঘুরছে।
তার কাছে স্যানিলিওনি।
আর সেই মেয়েটা যে স্বপ্ন দেখছে হাঁটুর কাছে সুড়সুড়ির
তার কাছে বিয়ে।
এর বাইরে কিছু আছে প্রাচীন কোনো খিদের পৃথিবী
সঙ্গমের নামে ধর্ম কোনো সামাজিক লিপি।

এখনো স্পন্দন আছে
থর থর মাটিঘরে বুকের উপর মাটি।
সাদা উরুর ফাঁক বেয়ে নেমে যাচ্ছে  রক্তের বন্যা ক্রমাগত বর্বরতায়
শহর ঘোষিত করছে মৃত।
অসংবিধানিক,অসভ্য ,বর্বর শহর এখনো ঘুমোচ্ছে
আরেকটা ধর্ষণ বাড়লো শহরে। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...