Tuesday, June 14, 2016

আড্রেস নট ফাউন্ড

আড্রেস নট ফাউন্ড
................... ঋষি
================================================
বেশ কয়েকটা চিঠি ফিরে আসে নিজের ঠিকানাতে
আজকালকার ইমেল হ্যাবিট সম্পর্ক বোঝে
কিন্তু মন ?
ফিরে আসা চিঠিগুলো নিজের ক্যামেরার লেন্সের দূরত্বের দুর্বলতা
চিঠির উপর লেখা " আড্রেস নট ফাউন্ড "
সবটাই নীরবতা।

কোনো ঘুম না ভাঙ্গা সকালের
পাহাড়ের জমে থাকা বরফের শীতাঙ্ক নিজের কাছে প্রশ্ন করে
আদৌ কি কোনদিন কেউ ছিল সেখানে ?.
সমস্ত অস্তিত্বের কুয়াসা মোড়া অবয়বে কেমন ২০৬ টা লেগে থাকে
আর জীবন আরমোড়া ভেঙ্গে উঠে বসে দৈনন্দিন।
শীতাঙ্কর নিচে বাস করা ভাবনার আতংক
আরো একা হয়ে যায় ।
দূরে কোথাও দূরে দূরে পোস্ট করা চিঠি
বারংবার ভুল ঠিকানায়।

বেশ কয়েকটা চিঠি ফিরে আসে নিজের ঠিকানাতে
আজকাল করলে দুনিয়া মুঠ্ঠিমে স্লোগান নিয়ে বেঁচে থাকা বোঝে
কিন্তু মন ?
ফিরে আসা চিঠিদের গভীর কোনো  আন্দোলনে স্থবিরতা
নীরব চুক্তির স্পর্শের ব্যাকুলতা
মৌন হতে থাকে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...