গাছের ভূমিকায়
................. ঋষি
==============================================
একবার যাতে গাছের জীবন পাই
পাতায় পাতায় ইতিহাস লেখা থাকুক পৃথিবীর পথে।
পোশাকের বাকলে ,বাকলের না বলা
সব প্রাচীন কোনো ইচ্ছা গাছের ডালে।
আশে পাশে ছড়ানো সংকীর্ণতা ,ছড়ানো বিষাক্ত ধোঁয়ায়
একবার যাতে গাছের জীবন পাই।
আমার মৃত্যুর পর
আমার ইচ্ছার চারা গুলো আরো বেঁচে গভীরে ঢুকে যাক পৃথিবীর মাটি।
আমাদের নির্ভেজাল অধিকারের সীমানায়
কেউ না আসুক।
আমিও বেঁচে থাকি গাছের মতো সুখে কিংবা দুঃখে
সম্পূর্ণ একলা।
আমিও বসে থাকি নিশ্চিন্ত কোনো চেতনায়
নিচ্ছিদ্র কোনো তুমিতে সবুজের আশায়।
সময় পেড়িয়ে যাক ভাবনায় পাওয়া ইচ্ছাতে
আর আয়নায় ফুটুক অদ্ভুত গাছ।
একবার যাতে গাছের জীবন পাই
আমার শাখা প্রশাখা নগ্ন সময়ের মতো একলা হোক।
আমি থাকি নিজের গভীর চুপচাপ
ঘুমন্ত কোনো অভিশাপ বছরের পর বছর।
তারপর সেই সময় আসুক মৃত্যুর প্রাচীন কোনো ভাবনায়
আমিও যাতে লুটিয়ে পড়ি গাছের ভূমিকায়।
................. ঋষি
==============================================
একবার যাতে গাছের জীবন পাই
পাতায় পাতায় ইতিহাস লেখা থাকুক পৃথিবীর পথে।
পোশাকের বাকলে ,বাকলের না বলা
সব প্রাচীন কোনো ইচ্ছা গাছের ডালে।
আশে পাশে ছড়ানো সংকীর্ণতা ,ছড়ানো বিষাক্ত ধোঁয়ায়
একবার যাতে গাছের জীবন পাই।
আমার মৃত্যুর পর
আমার ইচ্ছার চারা গুলো আরো বেঁচে গভীরে ঢুকে যাক পৃথিবীর মাটি।
আমাদের নির্ভেজাল অধিকারের সীমানায়
কেউ না আসুক।
আমিও বেঁচে থাকি গাছের মতো সুখে কিংবা দুঃখে
সম্পূর্ণ একলা।
আমিও বসে থাকি নিশ্চিন্ত কোনো চেতনায়
নিচ্ছিদ্র কোনো তুমিতে সবুজের আশায়।
সময় পেড়িয়ে যাক ভাবনায় পাওয়া ইচ্ছাতে
আর আয়নায় ফুটুক অদ্ভুত গাছ।
একবার যাতে গাছের জীবন পাই
আমার শাখা প্রশাখা নগ্ন সময়ের মতো একলা হোক।
আমি থাকি নিজের গভীর চুপচাপ
ঘুমন্ত কোনো অভিশাপ বছরের পর বছর।
তারপর সেই সময় আসুক মৃত্যুর প্রাচীন কোনো ভাবনায়
আমিও যাতে লুটিয়ে পড়ি গাছের ভূমিকায়।
No comments:
Post a Comment