Friday, June 10, 2016

সমস্ত কিছু উড়ছে

সমস্ত কিছু উড়ছে
..................... ঋষি
============================================
সমস্ত কিছু উড়ছে
জানলার পর্দা ,কবিতার পাতা ,জীবনের শেষ ঘাস টুকু।
ঘাস গরু খায়
আর বিবেক খেয়ে যায় মাংস সভ্যতার কোলাহল।
হ্যারিকেনের শেষ আলোকবিন্দু জানে না
জ্বালানি প্রায় শেষ।

সমস্ত উড়ে চলা শব্দদের জুড়ে
অনেকগুলো বাক্য নিজস্ব স্টেটিসস্কোপে  অচলায়তন কমফোর্ট জোনে।
চিত্কার করে বলতে চাইছে সময়ের কথা
রিক্সার হুড থেকে ছাতার কালো  রঙে  শুকিয়ে যাওয়া জল।
গড়িয়ে নামছে
চৌরাস্তার মোড় থেকে বস্তির ঘরবাড়ি ছাড়িয়ে।
আরো নর্দমা ,আরো নোংরা
গু ,মুত ,আবর্জনা পেরিয়ে
নিজের সারা অবয়বে আতংক কোনো হারানো দিনের
কিংবা যন্ত্রণা সময়ে প্রেমের

সমস্ত কিছু উড়ছে
বোতাম খোলা পশমের ভিতে কিছু বিড়ালের লোম।
বিড়াল ঘর কোনে
মারাত্নক আক্রোশে  ফুসছে।
নিভে যাওয়া হ্যারিকেনে অন্ধকারে চারিপাশে পোড়া গন্ধ
আর কেরোসিনের। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...